The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গ্রামের মহিষের গাড়ী- এখন এক দুষ্পাপ্য প্রতিচিত্র!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ২১ এপ্রিল ২০১৪ খৃস্টাব্দ, ৮ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ, ২০ জমা: সানি ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।


Village buffalo car

গ্রামের মহিষের গাড়ী- এখন এক দুষ্পাপ্য প্রতিচিত্রের মতই। কারণ এখন গ্রামে গেলেও এমন দৃশ্য দেখা পাওয়া ভার। ছবির এই দৃশ্যটি গ্রামের এমন একটিই দৃশ্য। ধান কাটার পর মোষের গাড়ীতে করে গৃহস্থের ঘরে ধান নিয়ে আসার দৃশ্য। প্রাকৃতিক এই (সংরক্ষিত) ছবিটি বড়ই অনবদ্য এবং সুন্দর।

আধুনিকতার ছোঁয়া এখন গ্রামের মধ্যেও লেগেছে। গ্রামেও এখন দেখা যায় কলের লাঙ্গল। এখন হাল-চাষের জন্য আর গরু বা মহিষের ওপর নির্ভর করতে হয় না। পাওয়ার টিলার দিয়ে হাল-চাষের কাজ হচ্ছে। আবার ধান কাটার পর ধান ঘরে নিতেও ব্যবহার হচ্ছে ওই পাওয়ার টিলার।

ফিরে আসুক আমাদের অতীত ঐতিহ্য। বাঙালিদের হাজার বছরের সেই কৃষ্টি-কালচার- এমন প্রত্যাশা আমাদের।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...