দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনকে দিন স্মার্টফোন আরো স্মার্ট হচ্ছে কিন্তু তার সাথে সাথে স্মার্টফোনের সবচেয়ে প্রয়োজনীয় অংশটি স্মার্ট হতে পারছে। স্মার্টফোনের সেই প্রয়োজনীয় অংশটির নাম ব্যাটারী। বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারে ব্যবহারকারীদের যে সমস্যাটির মুখোমুখি প্রায় হতে হয় তা হলো ব্যাটারীর চার্জের সমস্যা। আর সেই সমস্যা সমাধানে ফিলিপস বাজারে নিয়ে এলো দীর্ঘ সময়ের ব্যাটারীর স্মার্টফোন ডব্লিউ৬৬১৮।
আপনার হয়তো বিশ্বের সবচেয়ে দামী স্মার্টফোনটি থাকতে পারে কিন্তু দিন শেষে সেটিই আপনাকে বেশি ভোগাতে পারে। যদি না প্রয়োজনীয় কাজের সময় আপনার স্মার্টফোনের চার্জটি ফুরিয়ে যায়। স্মার্টফোনের এই সমস্যাটির সমাধানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে এবং ইতোমধ্যে অনেক ধরণের ডিভাইসও পাওয়া যাচ্ছে কিন্তু এর কোনটিই গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না। এমনি সময় ফিলিপ্স বাজারে নিয়ে এলো ডব্লিউ৬৬১৮ নামের একটি স্মার্টফোন।
স্মার্টফোনগুলো বিজ্ঞাপনে প্রায় তাদের ব্যাটারির কার্যকারিতার ভূয়সী প্রশংসা করে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা বিজ্ঞাপনের ভাষা হিসেবেই রয়ে যায়। সেদিক থেকে ফিলিপ্স ডব্লিউ৬৬১৮ কিছুটা ব্যতিক্রম বলা যেতে পারে। কেননা এর ব্যাটারী হলো ৫৩০০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন। বাজারে থাকা আর সব স্মার্টফোনের ব্যাটারীর চেয়ে তা অনেক বেশি শক্তিশালী। এই ব্যাটারী আপনাকে নিশ্চয়তা দিচ্ছে যে ব্যাটারী একবার চার্জ করালে এটি আপনার স্মার্টফোনকে দুইমাস চালু রাখতে পারবে। আর কথা কিংবা ইন্টারনেট ব্যবহারে ৩৬ ঘন্টা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
স্মার্টফোন নিয়ে আরো পড়ুনঃ স্মার্টফোনের ব্যাটারি চার্জ হবে মাত্র ৩০ সেকেন্ডে!
ফিলিপ্স ডব্লিউ৬৬১৮ এর অন্যান্য ফিচারগুলো হলো পাঁচ ইঞ্চি কিউএইচডি স্ক্রিন। মিডিয়াটেক চিপ, ১ জিবি র্যাম। ৪ জিবি মাইক্রো এসডি স্টোরেজসহ গতানুগতিক স্মার্টফোনে যা থাকে তার সকল সুযোগ সুবিধা। বর্তমানে চীনের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই হয়তো এটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ব্যাটারীর চার্জের সমস্যা সমাধানে এটি ক্রেতাদের মন জয় করতে পারে বলে আশা করা যায়।
তথ্যসূত্রঃ ইন্ডিয়াএক্সপ্রেস