দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছে বিএনপি। আজ ও কাল লংমার্চ। আর লংমার্চকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ৫ জানুয়ারীর নির্বাচনের পর এটি বিএনপি প্রথম শো-ডাউন।
পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি নিয়ে তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনব্যাপী লংমার্চ শুরু হচ্ছে। সকাল সাড়ে ৮টায় রাজধানীর হযরত শাহজালাল বিমান বন্দরের সামনের চত্ত্বর থেকে দু’শতাধিক গাড়িবহর নিয়ে লংমার্চ যাত্রা শুরু। বৈশাখের খরতাপের মধ্যেও তিস্তা অভিমুখে ২ দিনব্যাপী লংমার্চ সফল করতে সব রকমের প্রস্তুতি নিয়েছে বিএনপি। এই লংমার্চ যেহেতু দেশের স্বার্থ সংশ্লিষ্ট, তাই এ কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্পৃক্ত করতে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেছে বিএনপি। এই কর্মসূচিতে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে ১৯দলীয় জোট।
১৬ এপ্রিল এই লংমার্চ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে চলছে নানা প্রস্তুতি। রাজধানীসহ সারাদেশে পোষ্টারিং ও লিফলেট বিলি করা হচ্ছে কর্মসূচি ঘোষণার পর থেকেই। অন্যদিকে বিএনপিসহ প্রতিটি অঙ্গ-সহযোগী সংগঠন একাধিক প্রস্তুতি সভা করেছে।
এদিকে সরকারও প্রস্তুত এই কর্মসূচিতে যাতে কোন বিশৃংখলা না হয় সেদিকটা দেখার জন্য। আইন শৃংখলা বাহিনী ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে যাতে করে কেও লংমার্চের নাম করে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি করতে না পারে। তবে বিএনপি বার বার বলেছে, তারা শান্তিপূর্ণভাবে এই লংমার্চ করতে চান। যেহেতু এটি দেশের একটি বিষয় তাই তারা সরকার এবং সরকারি দলের সহযোগিতাও কামনা করেছে।
অপরদিকে দেশের উত্তরাঞ্চলের দুটি বিভাগ রাজশাহী ও রংপুরের ১৬ জেলায় নেতা-কর্মীরা নানা প্রচারণাসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। লংমার্চে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লংমার্চের কোনো আপডেট থাকলে আমরা পাঠকদের অবহিত করবো।