দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মালয়েশীয়ার বিমান নিখোঁজ রহস্য নিয়ে মানুষ প্রায় সবকিছু ভুলতে বসেছিল। কিন্তু হঠাৎ গতকাল সংবাদ মাধ্যমে আাবার খবর এসেছে, ধারণা করা হচ্ছে বিমানটি বিধ্বস্ত নাও হয়ে থাকতে পারে। এটি অন্যকোন দেশে অবতরণ করেছে!
দীর্ঘদিন ধরে চলছে অভিযান। কিন্তু আজ পর্যন্ত তেমন কোন অগ্রগতি নেই। এক এক সময় শুধুই এক এক ধরনের বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত সাগরে কোন চিহ্ন মিলছে না মালয়েশিয়ার নিখোঁজ ওই বিমানের। তাহলে কি সত্যিই বিমানটি কোন দেশে অবতরণ করেছে! অনুসন্ধানকারী দলের অনেক সদস্যই এমন নানা কথা মনে করছেন।
তারা মনে করছেন, বিমানটি কোন না কোন দেশের ভূখণ্ডে অবতরণ করে থাকতে পারে। অথবা এমন কোন স্থানে বিধ্বস্ত হয়ে থাকতে পারে, যেখানে কোন জনবসতি নেই। গতকাল লন্ডনের ডেইলি এক্সপ্রেস এমন খবর দিয়েছে।
বেঞ্জামিন রাসেল-এর লেখা ওই প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা বলছেন, তারা এখন মনে করছেন এতোদিন মনে করা হচ্ছিল বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। কিন্তু সেটি না-ও হয়ে থাকতে পারে। এমনও হতে পারে বিমানটি কোন দেশের দিকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে।
অন্য একটি পত্রিকা দ্য নিউ স্ট্রেইট টাইমস লিখেছে, যদি আগামী দু’চার দিনের মধ্যে কোন ইতিবাচক ফল না পাওয়া যায়, তাহলে তারা নতুন করে এ ধরনের তত্ত্ব তালাশ শুরুও করতে পারেন। এর জন্য নতুন করে দলও গড়া লাগতে পারে।
অপরদিকে অস্ট্রিলিয়া বিমানটি উদ্ধারে আরও অর্থ ব্যায় ও সময় খরচ করতে প্রস্তুত। দেশটির নীতি নির্ধারকরা িএমন মনোভাব ব্যক্ত করেছেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
উল্লেখ্য, মালয়েশীয়ার বিমানটি নিখোঁজের পর থেকে সাগরে অনুসন্ধান অভিযানে অংশ নিচ্ছে ২০টিরও বেশি দেশ।