দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল প্রথম বর্ষপুর্তি পার করেছে স্মরণকালের মর্মান্তিক ভবর ধসের ঘটনা সাভারের রানা প্লাজা ট্রাজেডির। শোকের মাতমের মধ্যেই নিহতদের স্মরণ করা হলো। এদিকে সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের প্রাইমার্ক আরও ৬০ লাখ পাউন্ড বা ৭৯ কোটি টাকা দেবে বলে ঘোষণা দিয়েছে।
রানা প্লাজার নিহতদের স্মরণে গতকাল বৃহস্পতিবার লন্ডনে নামীদামি ব্র্যান্ডের দোকানের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন ট্রেড ইউনিয়নের শ্রমিকরা। সাভারের রানা প্লাজা ধসে দুর্ঘটনার শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারকে আরও ৬০ লাখ পাউন্ড অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড ভিত্তিক খুচরা বিক্রেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান প্রাইমার্ক। সেই হিসেবে ৭৮ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ৪২৫ টাকা পাবে রানা প্লাজার ক্ষতিগ্রস্তরা। এক বিবৃতিতে ব্রিটিশ উন্নয়ন সহায়তা দপ্তরের প্রতিমন্ত্রী অ্যালান ডানকান প্রাইমার্কের এই অর্থ সহায়তার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে পালিত হয় নানা কর্মসূচি। হতাহতদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে নামীদামি ব্র্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করা হয়েছে।
যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা ১১টা ৩৮ মিনিটে বৃহত্তম ট্রেড ইউনিয়ন ‘ইউনিসন’র সদস্যরা নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে।
কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং বেঁচে থাকার মতো মজুরির বিষয়ে প্রচারের অংশ হিসেবে মানবাধিকার সংগঠন থেকে শুরু করে ফ্যাশন তারকা, রাজনীতিবিদ, শিক্ষার্থী এবং ভোক্তাদের অংশগ্রহণে পালিত হয়েছে ‘ফ্যাশন বিপ্লব দিবস’।
গতকাল ২৪ এপ্রিল বিশ্বের প্রায় ৪০টি দেশে সাভারের রানা প্লাজার নিহতের স্মরণে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে।
উল্লেখ্য, প্রাইমার্ক পূর্বেও রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ৯০ লাখ পাউন্ড অর্থ সহায়তা দিয়েছিল। বাংলাদেশী টাকার হিসেবে যার পরিমাণ ছিল ১১৭ কোটি ২৯ লাখ ৯৭ হাজার ৬৩ টাকা।