দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার এক যাত্রীবাহী বিমান ছিনতাই আতঙ্কে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জরুরি অবতরণ করেছে। তবে কোনো আরোহী হতাহত হয়নি। এ ঘটনায় একজন যাত্রীকে আটক করা হয়েছে।
Virgin Australia নামের বিমানটি ব্রিসবেন থেকে বালির উদ্দেশে যাচ্ছিল। তবে যাত্রা পথে অবতরণের ঠিক আগ মুহূর্তে সতর্কতা বেল বেজে উঠে বিমানে। পাইলট এবং বিমান ক্লুরা সবাই আতংকিত হয়ে পড়েন। পাইলট বিমানটিকে বালি দ্বীপে জরুরি অবতরণ করান।
বালির এভিয়েশান কর্তৃপক্ষ জানায়, Boeing 737 বিমানটি ব্রিসবেন থেকে উড়ে আসছিল তবে বালির খুব কাছে আসতেই বিমান থেকে জরুরি বার্তা পাঠানো হয় বিমানে ছিনতাই এর ঘটনা ঘটছে এমন বলে। তাৎক্ষণিক বালি বিমান বন্দর বিমানটিকে জরুরি অবতরণ করাতে সকল ব্যবস্থা করে দেয় এবং বালির কমান্ডো বাহিনী বিমানের যাত্রীদের নিরাপদে চেক আউট করাতে তৎপর হয়ে পড়ে।
ভার্জিনের কর্মকর্তা হেরু সুদাজাতমিকো বলেন, ‘ওটা কোনো ছিনতাইয়ের ঘটনা ছিল না। আসলে ভুল তথ্যের ভিত্তিতে অ্যালার্ম বেজেছিল। বিমানের ককপিটে একজন ২০ বছরের অস্ট্রেলিয়ান নাগরিক মদ খেয়ে মাতাল আচরণ করছিলেন। তিনি যাত্রীদের ভয় দেখাচ্ছিলেন এতে করে বিমান বালারা দ্রুত বার্তা পাঠায়’
বিমানটিতে ১৩৭ জন যাত্রী ছিলেন, বিমানের সকল যাত্রী নিরাপদ আছেন। একজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে মাতাল ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ভার্জিন এয়ারলাইন্স হচ্ছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহৎ বিমান পরিবহণ সংস্থা।
সূত্রঃ দিগার্ডিয়ান