দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়ান কোচ শেন জারগেনসেন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের কারন হিসেবে ভাবা হচ্ছে দলের সাম্প্রতিক বাজে পারফর্মেন্সকে।
সোমবার বিসিবিতে এক সভা শেষে কচ শেন জারগেনসেন বিসিবিতে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই তার পদত্যাগপত্র গ্রহণও করেছে। এখন জার্গেনসেনের উত্তরসূরী নির্বাচন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদত্যাগে বিসিবি’র সামনে এখন নতুন চ্যালেঞ্জ ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং আগামী জুনের মাঝামাঝি সময়ে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে নতুন কোচ অনুসন্ধান করা। নতুন কোচ না পেলে ভারতের সাথে ওয়ানডে সিরিজ টেম্পোরারি কোচ দিয়েই চালাতে হবে।
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি মাত্র সিরিজে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব সফলভাবে পালন করার পর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে জার্গেনসেন পুর্ণাঙ্গ কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদকাল নির্ধারিত ছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের হতাশাজনক নৈপূণ্যে তার বিরুদ্ধে সমালোচনা দানা বেঁধে উঠছিলো।
শেন জারগেনসেন অধীনে বাংলাদেশ ক্রিকেট দল ঘরের মাঠে এশিয়াকাপ এবং টি২০ বিশ্বকাপে চরম বাজ পারফর্মেন্স দেখায়। মূলত এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়ায় তুমুল সমালোচনা শুরু হয়। এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের কাছে হেরে যাওয়ায় বিসিবি এবং দলের অধিনায়ক প্রয়োজনে জাতীয়দলকে আবার ঢেলে সাজাবে বলে জানায়।