দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দর্শকদের সিনেমা হল বিমুখতা থেকে নিষ্কৃতি দিতে নতুন ধারার সূচনা করতে ৯ মে মুক্তিপাচ্ছে শাকিব-অপুর নতুন ছবি ‘ভালোবাসা এক্সপ্রেস’।
বাংলা চলচ্চিত্রের এক ক্রান্তিকাল অতিক্রম হচ্ছে। বাংলাদেশের বহু সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এমন এক পরিস্থিতিতে যে সিনেমা হলগুলো এখনও চালু আছে সেগুলোও চলছে ঢিমে তালে। ভালো ছবি মুক্তি পেলে হয়তো আবার দর্শকরা হলমুখো হতেন- এমনটা মনে করেন সংশ্লিষ্টরা।
এমন এক পরিস্থিতিতে ঢাকার চলচ্চিত্রে এই সময়ের এক জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ছবি ‘ডেয়ারিং লাভার’ পহেলা বৈশাখে মুক্তি পেয়েছিল। মোটামুটিভাবে দর্শকও পেয়েছে ওই ছবিটি। এক মাস না যেতেই আবার মুক্তি পাচ্ছে ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির নতুন ছবি ‘ভালোবাসা এক্সপ্রেস’। ছবিটি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। সব ঠিকঠাক থাকলে বাংলাদেশের দর্শকরা ৯ মে বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পাবেন।
ছবিটির সঙ্গে সংশ্রিষ্টরা মনে করছেন, ‘ডেয়ারিং লাভার’ ছবিটির থেকেও বেশি জনপ্রিয়তা পাবে ‘ভালোবাসা এক্সপ্রেস’ ছবিটি। প্রযোজনা সংস্থাও সে মতো প্রচার-প্রপাগাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাদের বিশ্বাস বর্তমান প্রজন্ম এই ছবিটি লুফে নেবে।