দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক ঘটনার রেশ কাটতে না কাটতেই নারায়নগগ্জে আবারও অপহরণের ঘটনা ঘটেছে। এবার অপহরণ করা হয়েছে সানার পাড়ের ব্যবসায়ী সাইফুল ইসলামকে।
সৈয়দ সাইফুল ইসলাম নামে ওই ব্যবসায়ীকে গতরাতে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার থানায় অভিযোগ করেছেন। সাইফুল ইসলাম সিদ্ধিরগঞ্জের সোনা মিয়া মার্কেটের সামিয়া সুপার মার্কেটের মালিক। ইতিমধ্যেই অপহরণকারীরা সাইফুল ইসলামের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ করা হয়েছে।
সাইফুলের স্ত্রী সাবিহা আফরিন থানায় করা জিডিতে তিনি বলেছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিক থেকে তার স্বামী সাইফুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি জানিয়েছেন, গভীর রাতে তার স্বামীর ম্যানেজার হান্নানের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ দাবির পর থেকেই ওই মোবাইলফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
এদিকে এই ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা আজ শুক্রবার সকাল থেকে সিদ্ধিগঞ্জে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা সড়ক অবরোধ করে রাখে। অবরোধ করার কারণে ঢাকা-চট্টগ্রাম সড়কের একপাশে যানচলাচলে বিঘ্নিত হয়। পরে পুলিশ এসে তাদের আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে আজ সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে ব্যবসায়ী সাইফুল ইসলামকে উদ্ধার করার সময় দেওয়া হয়েছে।
এদিকে নারায়নগঞ্জ পুলিশ সর্বশক্তি নিয়োগ করেছে ব্যবসায়ী সাইফুল ইসলামকে উদ্ধারে। আজ সংবাদ মাধ্যমকে নবনিযুক্ত পুলিশ সুপার এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়রসহ ৭ জনকে অপহরণের পর খুন করা হয়। পরে তাদের অর্ধগলিত মৃতদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।