দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিকার অর্থে বাইরের দেশের মত আমাদের দেশে এতদিন যাবত শিশুদের থাকার রুম বা পরিবেশ সম্পর্কে এত বেশি মনযোগ মা-বাবারা দিতেন না। কিন্তু এখন শিশুর যত্ন নেওয়া সম্পর্কে তারা আগের চেয়ে অনেক সচেতন। শিশুদের আলাদা রুমের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু সেটি তো আর সব রুমের মত হলে হবে না। বাচ্চাদের রুম বাচ্চাদের পছন্দমত সাজিয়ে দেওয়াই ভাল।
শিশুদের আলাদা জগত থাকে। তাদের কিছু পছন্দ থাকে। আপনাকে দেখতে হবে, আপনার বাচ্চার পছন্দ কি। সে অনুযায়ী রুমের অভ্যন্তর সাজিয়ে দিতে পারেন। যা থেকে সে একটি পছন্দের পরিবেশ পাওয়ার পাশাপাশি তার প্রতি আপনার ভালবাসা বুঝতে পারবে। বাচ্চাদের বিভিন্ন পছন্দের বিষয়বস্তুর আলোকে বিভিন্ন রকম রুমের সাজসজ্জা দেওয়া হল। অসাধারণ এই রুমগুলো থেকে বেছে নিন আপনারটি…
ট্রি হাউজ বেডরুম
জলদস্যু জাহাজের আদলে ঘর
সার্কাস হাউজ
ঘরের ভেতরে ঘর
তাঁবু ঘর
পরির জগত
স্পেস শিপ
গাড়ির রেইস ট্র্যাক
কেলভিন ও হবসের বেডরুম
বনের ভেতরে বেডরুম
সাগরের নিচে
প্রিন্সেসের ঘর
লুকোনোর টানেল
নার্নিয়ার জগত
বাস্কেটবল কোর্ট
সুপার মারিও ঘর
জাহাজের আদলে বেডরুম
ঘরে অভিযানের ছাপ
সূত্রঃ Boredpanda