আবর্জনা থেকে বাড়ি তৈরি: গৃহহীনদের সহায়তাই মূল লক্ষ্য

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আবর্জনা থেকে অনেকেই অনেক কিছু তৈরি করেছে। তারমধ্যে অভাবনীয় কাজ করলেন যুক্তরাষ্ট্রের ভাস্কর্য শিল্পী গ্রেগরি ক্লোয়েন। তিনি আবর্জনা থেকে বাড়ি তৈরি করে গৃহহীনদের থাকার ব্যবস্থা করে দিয়ে আলোচিত হয়ে উঠেছেন।


প্রথমাবস্থায় গ্রেগরি ক্লোয়েন ভাস্কর্য তৈরি করলেও তা পরিবহনের কারণে নষ্ট হয়ে যেত। এছাড়া ধনিদের বিশাল অট্টালিকার জন্য ভাস্কর্য না করে গরিবের জন্য কিছু করাই তার কাছে মুখ্য হয়ে উঠে। এইজন্য ক্যালিফোর্নিয়ার গৃহহীনদের বাসস্থানের জন্য তিনি ঘর তৈরিতে মনোনিবেশ করেন।

কিভাবে বাড়ি তৈরি করেন তিনি…


 

Related Post

শিল্পীর চোখ যা দেখে তাতেই কিছু না কিছু কাজের উপকরণ খুঁজে পায়। গ্রেগরি আবর্জনা থেকে খুঁজে খুঁজে কাজে লাগবে এমন জিনিস সংগ্রহ করে তা দিয়ে বাড়ি বানাতে শুরু করেন। তার বানানো বাড়িগুলো এক কক্ষ বিশিষ্ট। প্রয়োজনীয় সবকিছু যেমন রান্নাঘর, বসার স্থান এবং টয়লেট সবকিছুই থাকবেই স্বল্প পরিসরে। বাড়িগুলোকে একস্থান থেকে অন্যস্থানে নেওয়ার জন্য এগুলোতে চাকা লাগানো হয়েছে।

বিভিন্ন ডিজাইনের ঘর…


 

গ্রেগরি ক্লোয়েন এক গৃহহীন মহিলাকে ভালোভাবে চিনতেন। তিনি তাকে একটি বাড়ি তৈরি করে দিয়েছিলেন। এটা দেখে ওই মহিলা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। এটা তার সেরা বাড়ি ছিল। এই ঘটনা গ্রেগরিকে এই কাজে উৎসাহিত করেছে।

তিনি হয়ত অকল্যান্ডের সকল গৃহহীনের জন্য বাড়ি তৈরি করে দিতে পারবেন না। তবে আবর্জনা ও বাতিল জিনিষ দিয়ে বাড়ি বানানোর প্রক্রিয়াটি তিনি শিখিয়ে দিতে চান। এতে অনেকে এই কাজে যুক্ত হবে। এই বিষয়ের উপর তার লেখা একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘হোমলেস আর্কিটেকচার‘।

গৃহহীনদের সহায়তায় …


 

অভিনব পরিকল্পনা এবং বুদ্ধিমত্তার চমক দিয়ে এই ঘরগুলো তৈরি করা হচ্ছে। একদিকে আবর্জনা কমে যাচ্ছে আর অন্যদিকে গৃহহীনেরা আবাস পাচ্ছে। এভাবে সকলেই যদি গৃহহীনদের সহায়তা দিত তবে পৃথিবী অনেক এগিয়ে যেত।

সূত্রঃ viralnova

This post was last modified on মে ১২, ২০১৪ 10:01 পূর্বাহ্ন

A. B. M. Noorullah

Recent Posts

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে

শাহরুখ খান কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…

% দিন আগে