The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

আবর্জনা থেকে বাড়ি তৈরি: গৃহহীনদের সহায়তাই মূল লক্ষ্য

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আবর্জনা থেকে অনেকেই অনেক কিছু তৈরি করেছে। তারমধ্যে অভাবনীয় কাজ করলেন যুক্তরাষ্ট্রের ভাস্কর্য শিল্পী গ্রেগরি ক্লোয়েন। তিনি আবর্জনা থেকে বাড়ি তৈরি করে গৃহহীনদের থাকার ব্যবস্থা করে দিয়ে আলোচিত হয়ে উঠেছেন।


homeless-shelters24

প্রথমাবস্থায় গ্রেগরি ক্লোয়েন ভাস্কর্য তৈরি করলেও তা পরিবহনের কারণে নষ্ট হয়ে যেত। এছাড়া ধনিদের বিশাল অট্টালিকার জন্য ভাস্কর্য না করে গরিবের জন্য কিছু করাই তার কাছে মুখ্য হয়ে উঠে। এইজন্য ক্যালিফোর্নিয়ার গৃহহীনদের বাসস্থানের জন্য তিনি ঘর তৈরিতে মনোনিবেশ করেন।

কিভাবে বাড়ি তৈরি করেন তিনি…


 

homeless-shelters3

homeless-shelters4

homeless-shelters10

শিল্পীর চোখ যা দেখে তাতেই কিছু না কিছু কাজের উপকরণ খুঁজে পায়। গ্রেগরি আবর্জনা থেকে খুঁজে খুঁজে কাজে লাগবে এমন জিনিস সংগ্রহ করে তা দিয়ে বাড়ি বানাতে শুরু করেন। তার বানানো বাড়িগুলো এক কক্ষ বিশিষ্ট। প্রয়োজনীয় সবকিছু যেমন রান্নাঘর, বসার স্থান এবং টয়লেট সবকিছুই থাকবেই স্বল্প পরিসরে। বাড়িগুলোকে একস্থান থেকে অন্যস্থানে নেওয়ার জন্য এগুলোতে চাকা লাগানো হয়েছে।

বিভিন্ন ডিজাইনের ঘর…


 

homeless-shelters13

homeless-shelters14

homeless-shelters11

homeless-shelters25

homeless-shelters20

homeless-shelters15

homeless-shelters21

গ্রেগরি ক্লোয়েন এক গৃহহীন মহিলাকে ভালোভাবে চিনতেন। তিনি তাকে একটি বাড়ি তৈরি করে দিয়েছিলেন। এটা দেখে ওই মহিলা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। এটা তার সেরা বাড়ি ছিল। এই ঘটনা গ্রেগরিকে এই কাজে উৎসাহিত করেছে।

তিনি হয়ত অকল্যান্ডের সকল গৃহহীনের জন্য বাড়ি তৈরি করে দিতে পারবেন না। তবে আবর্জনা ও বাতিল জিনিষ দিয়ে বাড়ি বানানোর প্রক্রিয়াটি তিনি শিখিয়ে দিতে চান। এতে অনেকে এই কাজে যুক্ত হবে। এই বিষয়ের উপর তার লেখা একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘হোমলেস আর্কিটেকচার‘।

গৃহহীনদের সহায়তায় …


 

homeless-shelters1

homeless-shelters12

homeless-shelters2

homeless-shelters5

অভিনব পরিকল্পনা এবং বুদ্ধিমত্তার চমক দিয়ে এই ঘরগুলো তৈরি করা হচ্ছে। একদিকে আবর্জনা কমে যাচ্ছে আর অন্যদিকে গৃহহীনেরা আবাস পাচ্ছে। এভাবে সকলেই যদি গৃহহীনদের সহায়তা দিত তবে পৃথিবী অনেক এগিয়ে যেত।

সূত্রঃ viralnova

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali