দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চঞ্চল্যকর নারায়ণগঞ্জ সেভেন মার্ডার ঘটনার অপহরণের ভিডিওচিত্র পেয়েছে পুলিশ। নিহত আইনজীবি চন্দন সরকারের মোবাইল ফোনের মধ্যে এই ভিডিওচিত্র পাওয়া যায়।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সেভেন মার্ডার হত্যাকাণ্ডের আগে অপহরণের সময় এই ভিডিওটি করা হয়। নিহত আইনজীবি চন্দন সরকারের মোবাইল ফোনের মধ্যে এই ভিডিওচিত্র পেয়েছে পুলিশ। ওই মামলার প্রধান আসামীর বাড়ি সার্চ করে গাড়ি ও চন্দন সরকারের মোবাইল ফোনটি জব্দ করে ডিবি পুলিশ। সেই মোবাইল থেকে ভিডিওচিত্র পাওয়া যায়।
পুলিশের তদন্ত সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ নিউজ২৪ বলেছে, ওই ভিডিওচিত্র কিছুটা অস্পষ্ট। তবে এটি পাওয়ার কারণে আসামি শনাক্ত করতে পুলিশকে আর বেগ পেতে হবে না।
ওই সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, নজরুলসহ অন্যরা যখন অপহরণ হয়, তখন এই ঘটনা দেখে ফেলেন আইনজীবি চন্দন সরকার। তিনি তখনই মোবাইল ফোনে ভিডিও করতে শুরু করেন বলে ধারণা করা হচ্ছে। সূত্রটি বলেছে, অপহরণের ওই ভিডিওচিত্র ধারণ করার কারণেই আইনজীবি চন্দন সরকার ও তার গাড়িচালককেও অপহরণ করা হয়। অপহরণকারীদের কোনো টার্গেটে ছিলেন না আইনজীবি চন্দন সরকার- এটি পুলিশের কাছে পানির মতো পরিষ্কার।
ভিডিওচিত্র সম্পর্কে বলা হয়েছে, কিছুটা অস্পষ্ট ওই ভিডিওচিত্রে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নজরুল ইসলাম এবং তার সহযোগীদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলা হচ্ছে। মাত্র এক মিনিটের মতো সময় এই চিত্রটি ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবি চন্দন কুমার সরকার ও তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করা হয়। পরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৭ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা নিয়ে দেশজুড়ে এক চরম ক্ষােভের সৃষ্টি হয়েছে।
This post was last modified on মে ১১, ২০১৪ 1:00 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…