দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মা দিবসের মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাঁকে শ্রদ্ধা দেখানোর জন্য দিনটি পালন করা হয়ে থাকে।
মা দিবস হলো মায়ের সন্মানের প্রতি অনুগত্য প্রকাশের জন্য বছরের একটি বিশেষ দিন। যুগ যুগ ধরে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই উদযাপিত হয়ে আসছে এ দিবস। মা দিবসের ইতিকথা হলো, “মা দিবসকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে ১৮৭২ সালে জুলিয়া ওয়ার্ড ব্যাপক লেখালেখি করেন। ওই বছরই মে মাসের দ্বিতীয় রোববার নিজের মায়ের মৃত্যু বার্ষিকীতে জুলিয়া নিজে ‘মা দিবস’ পালন করেন। ১৯১৪ সালে আমেরিকায় দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়।”
তবে একটি বিষয় সবার মনে রাখা উচিত মা কে সম্মান বা ভালোবাসা যেনও কেবল একটি দিবসে সীমাবদ্ধ না থাকে। মায়ের ভালোবাসা সন্তানের জন্য যেমন স্বার্থহীন চিরন্তন সন্তানেরও উচিত মায়ের প্রতি তেমন ভালোবাসা অন্তরে লালন করা।
বিশ্বের সকল মায়ের প্রতি দি ঢাকা টাইমসের (Dhakatimes.com.bd) পক্ষথেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।