দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রানা প্লাজার ট্রাজেডি নিয়ে নির্মিতব্য বহুল আলোচিত ছবির নায়িকা পরীমনি এবার বাপ্পির সঙ্গে জুটি করতে যাচ্ছেন। বাংলা চলচ্চিত্রের এই জুটি সিনে জগতে আলোড়ন তুলবে এমনটাই ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ওমর ফারুকের পরিচালনায় ‘ভালোবাসায় অনেক জ্বালা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন নতুন এই জুটি চিত্রনায়ক বাপ্পি ও চিত্রনায়িকা পরীমনি।
ঢাকার চলচ্চিত্রের ব্যস্ত নায়ক বাপ্পি বেশির ভাগ ছবিতে মাহিয়া মাহীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন। তবে এই ধারাকে কিছুটা পরিবর্তন করতে সম্প্রতি অন্যান্য নায়িকাদের সঙ্গেও কাজ শুরু করেছেন।
পরীমনির সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে বাপ্পি সাংবাদিকদের বলেন, ‘এই প্রথমবারের মতো পরীমনির সঙ্গে কাজ করতে যাচ্ছি। পরীমনি অভিনীত কোনো ছবি মুক্তি না পেলেও ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের কল্যাণে তিনি ব্যাপকভাবে পরিচিত। আশা করছি, আমাদের জুটি দর্শকরা গ্রহণ করবে।’
মাতৃছায়া কথাচিত্রের প্রযোজনায় ‘ভালোবাসায় অনেক জ্বালা’ চলচ্চিত্রটিতে বাপ্পি-পরীমনি ছাড়া আরও থাকছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।
উল্লেখ্য, কাসেম আলী দুলালের কাহিনী অবলম্বনে ‘ভালোবাসায় অনেক জ্বালা’ ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ৮ জুলাই থেকে।