দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ৩ জুন সংসদের বাজেট অধিবেশন বসছে। ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সংসদে প্রস্তাব করবেন বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, দশম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৩ জুন। এই অধিবেশনেই ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সংসদে প্রস্তাব করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পর প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। মাসের একেবারে শেষ দিকে বাজেট পাস হবে।
আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই হবে তাদের প্রথম বাজেট। এই বাজেটে আগামী ৫ বছরের অথনৈতিক পরিকল্পনার দিক-নির্দেশনা থাকবে। কেমন বাজেট দিবে এবার তা নিয়ে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে অর্থনীতির সঙ্গে সংশ্রিষ্টদের উৎকণ্ঠা রয়েছে। কারণ গতবছর বাজেটের সময় দেশ ছিল অস্থিতিশীল অবস্থায়। ৫ জানুয়ারীর নির্বাচনের পর নতুন সরকারের প্রথমবারের বাজেটকে তাই অর্থনীতিবিদরা অন্যভাবে দেখার চেষ্টা করছেন।
অর্থনীতিবিদরা মনে করেন, নতুন সরকার প্রথম বছরেই জনগণকে নিরাশ করতে চাইবেন না। আর তাই হয়তো সরকার খুব বুঝে-শুনেই বাজেট দেবেন। তবে পূর্ব ঘাটতির কারণে অর্থনীতি এমনিতেই এক নড়বড়ে অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে সরকার কতখানি কি করতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে অর্থনীতিবিদদের।
তবে একটি জিনিস লক্ষ্য করা গেছে, আর তা হলো অন্যান্য বছর বজেটের মাস আসার আগেই জিনিসপত্রের অযাচিত দাম বাড়া শুরু হয়। এবার অবশ্য তেমনটি দেখা যায়নি এখন পর্যন্ত। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সরকারের এবারের বাজেট অনেকটা চ্যালেঞ্জ। কারণ এককভাবে নির্বাচন করে যেভাবে সরকার ক্ষমতায় এসেছে তাতে বাজেট যদি গরীবদের ‘মরার ওপর খাড়ার ঘা’ হয় তাহলে সরকারের জন্যও সেটি মোটেও সুখকর হবে না। এমনিতেই গুম, খুন, অপহরণ নানা ধরনের ঘটনার কারণে সরকার বেশ বেকায়দায় রয়েছে। এরপর যদি বাজেটে জিনিসপত্রের দাম বাড়ে তাহলে সরকারের জন্যও সেটি ভালো হবে না। তবে সবকিছুই নির্ভর করছে বাজেট পেশ ও তা পাশের ওপর।
This post was last modified on মে ২০, ২০১৪ 11:31 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাই ইসরায়েলি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…