দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশ কিছু বছর স্মার্ট ফোনের বাজারে নকিয়া তাদের আগের সেই দাপট ধরে রাখতে পারেনি, এর মূল কারণ নকিয়ার ডিভাইসের সাথে এন্ড্রয়েড এবং আইফোন এর রীতিমত আকাশ পাতাল পার্থক্য! অবশেষে নকিয়া Lumia 630 নিয়ে নকিয়া প্রেমীদের আক্ষেপ অনেকটা কমাতে পারবে বলে মনে করা হচ্ছে।
অনেকটা দেরিতে হলেও নকিয়া তাদের ডিভাইসের দামের সাথে ক্ষমতার বৈষম্য কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। এর মূল কারণ নকিয়া সম্পূর্ণ-রূপে মাইক্রোসফট কিনে নিয়েছে। এতে করে নকিয়ার উৎপাদন ব্যয় আগের চেয়ে অনেকটাই কমে এসেছে এবং নকিয়ার এসেম্বলিং এর ক্ষেত্রে মাইক্রোসফট এর ইঞ্জিনিয়াররা একক নিয়ন্ত্রণ পেয়েছে।
নকিয়ার উইন্ডোজ ফোনের জন্য আলাদা অপারেটিং সিস্টেম উইন্ডোজ এর আমুল সংশোধন, পরিবর্ধন, পরিমার্জনের মাধ্যমে নিয়ে এসেছে Microsoft Windows Phone 8.1, এই উইন্ডোজ ৮.১ এই দেয়া হয়েছে লুমিয়া ৬৩০ এ! অনেকেই মনে করছেন উইন্ডোজ ৮.১ আধুনিক স্মার্টফোনের জগতে আলাদা একটি যুগের সৃষ্টি করবে।
এবার চলুন দেখে নেয়া যাক নকিয়া লুমিয়া ৬৩০ এর কিছু ফিচার সম্পর্কেঃ
- এতে দেয়া হয়েছে ৪.৫ ইঞ্চি আইপিএস এলইডি ডিস্প্লে, সাথে থাকছে আধুনিক গরিলা গ্লাস ৩! ফলে আপনাকে আলাদা স্ক্রিন প্রটাক্টর ব্যবহার করতে হবেনা।
- প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 400 SoC, quad-core CPU যার স্পিড ১.২ গিগা হার্জ!
- এতে আছে Adreno 305
- র্যাম হিসেবে থাকছে ৫১২ মেগা বাইট
- ইন্টারনাল মেমোরি হিসেবে পাচ্ছেন ৮ গিগা বাইটস এবং মাইক্রোএসডি দিয়ে বাড়িয়ে নিতে পারবেন আরো ৩২ গিগা বাইটস।
- ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে ১৮৩০ লিথিয়াম আয়ন (BL-5H)
- ডুয়েল সিম, থ্রি জি এনাবেল
- ক্যামেরা হিসেবে থাকছে ৫ মেগা পিক্সেল, ৪ x জুম, Auto focus
বর্তমানে এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে, দাম মাত্র ১২৮০০ টাকা। এর আগে নকিয়া এত কম দামে বা এর ডাবল দামেও কোন কোয়াডকোর ফোন বাজারে আনেনি!
অতএব, আপনি যদি নকিয়া লাভার হন এবং কম দামে High End উইন্ডোজ স্মার্টফোনের স্বাদ নিতে চান তবে নকিয়া লুমিয়া ৬৩০ আপনার জন্য যথার্থ।