দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘন কালো রেশমি চুল চিরায়ত বাঙালি নারীর ভূষণ বলা যায়। আবহমান কাল থেকে বাঙালি নারীরা ছিলেন নিজেদের চুলের ক্ষেত্রে বেশ সচেতন। লম্বা চুল এবং কালো চুল করতে কে না চায়? মাঝে চুল ছোট করার ফ্যাশন চলে আসে আর এখন চলছে চুলের রঙ পরিবর্তন করার ফ্যাশন।
এর বাইরেও যারা এখনো কালো রাখতে পছন্দ করেন; তারা বেশ সহজেই ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে চুল কালো করতে পারেন।
১. পেঁয়াজ
সেই আদিকাল থেকেই মাথায় চুল বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়ে আসছে পেঁয়াজ। কেননা পেঁয়াজের রসে রয়েছে সালফার যা চুলের কোলাজেন কোষবৃদ্ধিতে সহায়তা করে থাকে। এই কোলাজেন কোষটি মাথায় চুল গজাতে সাহায্য করে থাকে। পেঁয়াজ কেটে একটি পরিষ্কার কাপড় দিয়ে চিপে রস বের করে নিন। তারপর এই রস মাথায় প্রয়োগ করুন। ১৫ মিনিট এভাবে রেখে দেওয়ার পর শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
২. ডিমের তৈরি হেয়ার মাস্ক
ডিমের উচ্চতর প্রোটিন চুলের ফলিকলে পুষ্টি প্রদান করে চুলের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। আর ডিম এবং অলিভ ওয়েল দিয়ে তৈরি মাস্কগুলোতে থাকে সালফার, জিংক, আয়রণ, সেলেনিয়াম, ফসফরাস এবং আয়োডিন যা চুল বৃদ্ধিতে সাহায্য করে। একটি ডিমের সাদা অংশের সাথে, ১ টেবিল চামচ মধু এবং অলিভ ওয়েল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর চুলে ২০ মিনিট দিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
৩. আলুর রস
আলুর রস চুলের বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। আলুকে কুচি কুচি করে কেটে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে চিপে রস বের করে নিন। তারপর এই রস মাথায় প্রয়োগ করুন।
৪. মেহেদীর হেয়ার মাস্ক
মেহেদী চুলের জন্য অনেক উপকারী একথা প্রায় সকলেরই জানা। এক কাপ শুকনো গুড়ো মেহেদীর সাথে এককাপ টকদই মিশিয়ে নিন। তারপর এই মাস্কটি চুলে ভালোভাবে প্রয়োগ করুন। ১৫ মিনিট রেখে দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
এভাবে ঘরোয়া উপকরণ ব্যবহার করে আপনি আপনার চুলের বাড়তি যত্ন নিশ্চিত করতে পারেন। এতে করে আপনার চুল যেমন ঘন কালো হবে তেমনি হবে আরো মোলায়েম এবং মসৃণ। আপনি হবেন ঘন কালো রেশমি চুলের অধিকারী।
This post was last modified on জানুয়ারী ২৩, ২০২৪ 11:44 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…