দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিত্যদিনের খাবারে আমরা রসুনের উপস্থিতি লক্ষ্য করে থাকি। খাবারে স্বাদ বাড়ানোর ক্ষেত্রে রসুনের জুড়ি নেই এই কথা প্রায় সকল মহিলার জানা কথা। কিন্তু শুধুমাত্র খাবারের স্বাদ বৃদ্ধি নয়, রসুনের রয়েছে এমন আরো অনেক ভেষজ গুণাবলি যা আমরা আমদের নিত্যদিনের কাজে ব্যবহার করতে পারি।
চলুন জেনে নেওয়া যাক খাবারের স্বাদ বৃদ্ধি ছাড়াও রসুন আর কি কাজে লাগতে পারে প্রতিনিয়ত:
১. বাগানের কীটনাশক হিসেবে রসুনের ব্যবহার
ঘরের ছাদে কিংবা ব্যালকনিতে অনেকে শখের বশে গাছ লাগিয়ে থাকেন। কিন্তু পোকামাকড়ের উপদ্রবে সেই বাগানে দুর্বিষহ অবস্থা। এই অবস্থা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন রসুন। দুই বা তিনটি রসুনের গোঁড়া কেটে ফুটন্ত গরম পানিতে দিয়ে ঢেকে সারারাত রেখে দিন। তারপর এর সাথে সাবানপানি মিশিয়ে স্প্রে বোতলে করে কীটনাশকের মতো করে স্প্রে করতে পারেন। দ্রুত সমস্যার সমাধান পাবেন আশা করি।
২. মশার কামড় থেকে রক্ষা পেতে
পোকামাকড় কিংবা মশার কামড় থেকে শরীরের ত্বককে রক্ষা করতে শরীরে রসুনের রস মাখতে পারেন। রসুনের তীব্র ঝাঁঝালো গন্ধ মশা কিংবা পোকামাকড় সহ্য করতে পারে না। এটি করতে না চাইলে মশার উৎপত্তিস্থলে রসুনের কোয়া দিয়ে রাখতে পারেন। পোকামাকড় দূর করতে কিচেনে খোলা রসুনের কোয়া রেখে দিতে পারেন।
৩. কাঁচের জিনিস পরিষ্কারক হিসেবে
কাঁচের জিনিসে খুব দ্রুত দাগ পড়ে যায়। ভালোভাবে পরিষ্কার করলেও সেইসকল দাগ যেতে চায় না। এইক্ষেত্রে রসুন ব্যবহার করে দেখতে পারেন। রসুনকে ভালোভাবে পিষে এর রস বের করে নিন। এই রসকে একটি কাপড়ের সাহায্যে কাঁচে ঘষে দেখুন বেশ ভালো কাজ দিবে।
৪. মেঝে পরিষ্কার করতে রসুন
কিছু রসুনকে ভালোভাবে পিষে নিয়ে এর রস বের করুন। এবার এই রসের সাথে ভিনেগার বা লেবুর রস মিশিয়ে ঘরের মেঝে পরিষ্কার করতে পারেন। এতে ঘরের মেঝে যেমন পরিষ্কার হবে, ঘরে পোকামাকড় আসবে না।