দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাশিয়ার এক ধনকুবের একটি বিলাসবহুল ইয়ট তৈরি করেছে যেখানে রয়েছে তিনটি সুশোভিত সুইমিং পুল এবং হাজারখানিক বিলাসী বস্তুসমূহ। এটি যেন পৌরাণিক রাজাদের বিলাসিতাকেও হার মানায়। এন্দ্রি মিলানস্কি নামের এই ধনকুবেরের বিলাসবহুল ইয়টটির নাম ‘এ’।
এই ইয়টটি তৈরিতে তার খরচ হয়েছে প্রায় তিনশত মিলিয়ন ডলার আর এর ভেতরের গোসলের উপকরণের পেছনে ব্যয় হয়েছে আরো ৪০ হাজার ডলার। ইয়টটি দেখতে অনেকটা সাবমেরিনের মতো এবং এর ভেতরের অন্তসজ্জা বেশ রাজকীয়। এন্দ্রি মিলানস্কিকে পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য নিয়ন্তা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
তিনি প্রথম জীবনে কারেন্সি এক্সচেঞ্জের ব্যবসা করতেন তারপর ধীরে ধীরে তিনি শুরু করেন ব্যাঙ্কিং, কয়লা এবং সারের ব্যবসা। তিনি এর আগে একবার ফোর্বসের বিশ্বের সেরা বিলিওনিয়ারদের তালিকায় তালিকাভুক্ত হন। ২০০৫ সালে মিলানস্কি বিয়ে করেন সার্বিয়ান মডেল এবং পপ সিঙ্গার আলেকসান্দ্রাকে।
মিলানস্কির এই দ্যা এ ইয়টটি চালানোর জন্য ব্যবহার করা হয়েছে সবচেয়ে উন্নত প্রযুক্তি। স্পর্শকাতর ডিসপ্লে বা টাচ ডিসপ্লের মাধ্যমে এটিকে নেভিগেট করা হয়। ইয়টটির চারপাশের কাচগুলো বোমানিরোধক। সাম্প্রতিক ইন্টারনেটভিত্তিক এক জরিপে দেখা গিয়েছে মিলানস্কির এই ইয়টটি বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইয়ট।
আধুনিক জীবনের সকল উপকরণ রয়েছে এই ইয়টে। ইয়টের ভেতরে মিলানস্কির বিশেষ বেডরুমটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দ্বারা পরিচালিত। এটি শুধুমাত্র মিলানস্কির নিজের ব্যবহারের জন্য এই বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ইয়টের ভেতরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এতে রয়েছে এক ধরনের অদৃশ্য লেজার রশ্মি নিরাপত্তা ব্যবস্থা। তাই এর ভেতরে অনুমতি না নিয়ে কেউ প্রবেশ করলে সাথে সাথে এর নিরাপত্তা রক্ষীদের কাছে সংবাদ চলে যাবে।
নীচে আরও ছবি দেখুনঃ
ইয়টটি লম্বায় প্রায় ৩৫০ ফুট। এতে একটি বাস্কেটবল কোর্টকে অনায়াসে রেখে দেওয়া যাবে। আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন নকশাকার এবং স্থপতি প্যাট্রিক স্টার্ক এই ইয়টটির নকশা করেন। প্যাট্রিক স্টার্ক এই ইয়টের ডিজাইন করার আগে আরো অনেক স্থাপনার নকশা করেন যা তাকে খ্যাতি এনে দিয়েছে।
তথ্যসূত্রঃ অলদ্যাটইন্টারেস্টিং
This post was last modified on ডিসেম্বর ২১, ২০২২ 9:48 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…