দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততই বিশ্বকাপ নিয়ে নানা আলোচনা উঠে আসছে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের যেনো আগ্রহের কোনো কমতি নাই। ঠিক এমন এক মুহূর্তে আর্জেন্টিনার দর্শকদের ভালো খবর দিয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড় আগুয়েরো। তিনি ঘোষণা দিয়েছেন এবার গোল্ডেন বুট জিততে চান তিনি।
২০০৭ সালে যুব বিশ্বকাপ নিজের রঙে রাঙিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন এই খেলোয়াড় সার্জিও আগুয়েরো। তখন টুর্নামেন্ট-সেরা খেলোয়াড়ের পুরস্কার, গোল্ডেন বল এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট দুটোই জিতেছিলেন তিনি। এবার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেকার তাকিয়ে আছেন ব্রাজিল বিশ্বকাপের দিকে। আগুয়েরো দৃঢ় আত্মবিশ্বাস, এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার ক্ষমতা রয়েছে তাঁর।
ইতিহাসের প্রথম বিশ্বকাপেই সর্বোচ্চ গোলদাতা হিসেবে খেতাব পেয়েছিলেন এক আর্জেন্টাইন গিলের্মো স্টাবিল। তিনি । সেবার ৮ গোল করেছিলেন। আর্জেন্টিনার জার্সি গায়ে এই সম্মানজনক পুরস্কার সর্বশেষ জিতেছেন মারিও কেম্পেস ১৯৭৮ সালের বিশ্বকাপে।
এরপরের খবর সবার জানা। ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও হারনান ক্রেসপোরা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে সিলভার বুট জিতেন। কিন্তু গত ৩৬ বছরেও আর কারো গোল্ডেন বুট জেতা হয়নি ম্যারাডোনার দেশের তথা আর্জেন্টিনার। এবার সার্জিও আগুয়েরো কি এর ব্যত্যয় ঘটাতে চান? তিনি কি সত্যিই এবার গোল্ডেন বুটের অধিকারী হয়ে আবার রেকর্ড করতে চান। এখন বাংলাদেশের দর্শকসহ বিশ্বের ফুটবল প্রেমী দর্শকরা তাকিয়ে আছেন বিশ্বকাপের সেই সব লড়াই দেখার জন্য। সময়ই বলে দেবে কি ঘটতে যাচ্ছে।