দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীতে রাস্তায় চলাচল করা ব্যাটারীচালিত রিকশাগুলো আকস্মিক আত্মগোপনে চলে গিয়েছে। বর্তমানে এই সকল ব্যাটারীচালিত রিকশার উচ্ছেদ অভিযান চলছে। আইনগত সিদ্ধান্তের সুরাহা না হওয়ার ফলশ্রুতিতে গত কয়েক বছর ধরে এই রিকশাগুলো রাস্তায় অবাধে চলাচল করছিল।
ঢাকা মহানগর পুলিশ (ট্রাফিক) এর যুগ্ন কমিশনার এই প্রসঙ্গে বলেন, আইনী জটিলতার কারণে গত জানুয়ারী মাস থেকে এই ব্যাটারীচালিত রিকশার উপর উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে উচ্চ আদালতের এই উচ্ছেদ অভিযানে কোন বাধা নেই বিধায় আবার উচ্ছেদ শুরু করা হয়েছে। এর আগে এই ব্যাটারীচালিত রিকশা চালু হওয়ার সাথে সাথে বিভিন্ন মহলে এই রিকশাগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে বলা হয় যে, বিদ্যুতের ঘাটতির পেছনে এই রিকশাগুলো অন্যতম দায়ী। কেননা এই রিকশাগুলোর ব্যাটারী প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ করে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিম্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে এদের রাস্তায় চলাচল বন্ধ করা সম্ভব হচ্ছিল না। তার পাশাপাশি গত জানুয়ারী মাসে রিকশা-ভ্যান মালিক সংগ্রাম পরিষদের ব্যানারে এই রিকশাগুলোর লাইসেন্সের দাবিতে উচ্চ আদালতের মামলা করে দেওয়ায় আদালতের আদেশক্রমে এদের উচ্ছেদ অভিযান বন্ধ করে রাখা হয়।
ডিএমপি(ট্রাফিক) এর যুগ্ন কমিশনার আরো বলেন, গত ৯ মে উচ্চ আদালত এই উচ্ছেদ অভিযানে কোন বাধা নেই বলে রায় প্রকাশ করলে এই উচ্ছেদ অভিযান আবার শুরু হয়। রাজধানীর বিভিন্ন গ্যারেজ থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী বেশিরভাগ ব্যাটারীচালিত রিকশা শহরের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে রিকশার মোটর খুলে ফেলা হয়েছে। রাজধানী ঢাকায় ১৯৮২ সালে সর্বশেষ রিকশার লাইসেন্স দেওয়া হয়েছিল। সেই হিসেবে রাজধানীতে বৈধ রিকশার সংখ্যা প্রায় ৮৬ হাজার। বৈধ রিকশার লাইসেন্স প্রতিবছর নবায়ন করার সুযোগ দিচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। কিন্তু বিভিন্ন মহলের তথ্যমতে ঢাকায় রিকশার সংখ্যা লাখের উপরে, এদের বেশিরভাগই অবৈধ। ঢাকা সিটি কর্পোরেশনের সূত্র থেকে জানা যায় যে, বিআরটিএ এই যানটিকে ঝুঁকিপূর্ণ যান হিসেবে চিহ্নিত করে। আর মোটরচালিত বলে এই যানের লাইসেন্স সিটি কর্পোরেশন প্রদান করতে পারবে না।
বিআরটিএর উপপরিচালক বলেন, ইঞ্জিনচালিত হলেও মোটরযানের আওতায় এই যানকে আনা যায় না কেননা অন্যান্য মোটরচালিত যানের মতো এটি দ্রুতগতি এবং নিরাপদ নয়। কিন্তু গত তিন বছরে রাজধানীর রাস্তায় প্রায় ৪০ হাজার অবৈধ রিকশা চলাচল শুরু করে।
This post was last modified on জুন ২, ২০১৪ 3:26 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…