দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ভোলার মনপুরায় ধরা পড়েছে ৫ মণ ওজনের বিশাল এক ডলফিন। খোকন মাঝি নামে জনৈক জেলের জালে এই ডলফিনটি ধরা পড়ে।
এলাকাবাসী জানিয়েছে, এই ডলফিনটি ধরা পড়েছে গতকাল রোববার দুপুরের দিকে। মনপুরার কাউয়ারটেক নামক স্থানে মেঘনা নদীতে এই ডলফিনটি ওই জেলের জালে ধরা পড়ে। লম্বায় প্রায় ১০ ফুট ডলফিনটি ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এটি দেখতে বহু মানুষ এ সময় ভিড় জমান। আশেপাশের এলাকা থেকে মেঘনা পাড়ে শতশত নারী-পুরুষ সমবেত হতে থাকে।
খোকন মাঝি সাংবাদিকদের জানান, কাউয়ারটেক সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় এই ডলফিনটি তার জালে আটকা পড়ে। প্রথমে সে ভয় পেলেও পরে দেখতে পান বিশাল এই ডলফিনকে। তিনি কয়েকজন জেলের সহায়তা নিয়ে ডলফিনটিকে উপরে তোলেন। এতো বড় ডলফিন এর আগে অত্র এলাকার কেও দেখেনি বলে জানা যায়। এলাকার এক বৃদ্ধ বলেছেন, আমার বয়সে কোনদিন নদীতে আমি এতো বড় ডলফিন দেখিনি।