যেভাবে ঘরোয়া উপকরণ দিয়ে টাক সমস্যা থেকে প্রতিকার পাবেন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ চিন্তায় চিন্তায় মাথার চুল যখন কমতে শুরু করে তখন তা দুশ্চিন্তায় পরিণত হয়। মাথার চুল কমে যাওয়া কিংবা মাথার সামনের দিকের অংশের চুল পড়ে যাওয়ার কারণে অনেকের টাকের সমস্যা দেখা দেয়। এই টাকের সমস্যা যেমন দুশ্চিন্তার তেমনি বিব্রতকর। এই সমস্যা সমাধানে ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে আপনি পেতে পারেন সমাধান।


১. নারকেলের দুধের তেল

মাথার খুশকি সমস্যা, চুল পড়া বন্ধ করতে এবং মাথার ত্বকের জন্য বেশ কার্যকরী হলো নারকেলের দুধ। নারকেলকে কুরিয়ে এর সাথে পানি মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। তারপর এই ব্লেন্ডকে ছেঁকে নিন তবেই হয়ে গেল নারকেলের
দুধ।

এই নারকেলের দুধের সাথে ২০ মিলিলিটার নারকেল তেল, ১০ মিলিলিটার আমলকী তেল এবং দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই তেল সপ্তাহে দুইদিন মাথায় দিয়ে কিছুক্ষণ রাখুন তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে চুল পড়ার সমস্যা তো যাবেই তার সাথে সাথে মাথার খুশকি সমস্যাও দূর হবে। এছাড়াও এই তেলের সাথে জলপাই তেল মিশিয়ে ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয়।

২. মেথি ও তেল

Related Post

মেথি তেলে ভেঁজে তারপর নারকেল তেলের সাথে মিশিয়ে নিন। এরপর একে মাথায় প্রয়োগ করে ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যাবে। সপ্তাহে অন্তত তিনদিন মাথায় ম্যাসাজ করতে হবে।

৩. মেহেদী

প্রাচীনকাল থেকেই মেহেদী চুল পড়া বন্ধ করা, চুলের রঙ পরিবর্তনে বেশ কার্যকরভাবে ব্যবহার হয়ে আসছে। মেহেদীর সাথে সরিষার দানা ব্লেন্ড করে ব্যবহার করলে চুল পড়া বন্ধে আরো ফলদায়ক হবে।

৪. অলিভওয়েল

মধু কিংবা পেয়াজের সাথে অলিভওয়েল মিশিয়ে মাথার চুলে প্রয়োগ করলে চুলপড়া বন্ধ, চুলের গোঁড়া শক্ত হওয়ায় বেশ কার্যকর হবে। মধু অলিভওয়েলের সাথে মিশিয়ে সপ্তাহে দুইবার পুরো মাথায় কিছুক্ষণ দিয়ে রাখুন। তারপর ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। পেঁয়াজের রস, মধুর সাথে মিশিয়ে মাথায় প্রয়োগ করতে পারেন।

৫. ডিম ও অলিভওয়েল

চুল পড়া বন্ধে, চুলের সৌন্দর্য বৃদ্ধিতে ডিম ও অলিভওয়েল সবসময় একটি কার্যকর পন্থা। মাথায় ডিম ও অলিভওয়েল মিশিয়ে প্রয়োগ করলে চুল বৃদ্ধি পাবে, আরো ঘন হবে এবং চুল পড়া বন্ধ হবে।

This post was last modified on জানুয়ারী ২৩, ২০২৪ 11:33 পূর্বাহ্ন

K. A. B Tohin

Recent Posts

বিল গেটস ও স্যাম অল্টম্যান জানালেন: ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া আসলে কেমন হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…

% দিন আগে

তিন বছর নিষিদ্ধ থাকা চলচ্চিত্র ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…

% দিন আগে

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে

শীত ও গ্রাম-শহরের পিঠা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…

% দিন আগে

যে ফলে কামড় দিলেই খিলখিলিয়ে হেসে উঠবে ত্বক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…

% দিন আগে