দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি যদি ভাবেন ট্যাব আর ল্যাপটপ একসাথে হলে ভাল হয়, তবে আসুসের নতুন Transformer Book V আপনাকে হতবাক করে দিবে। সম্প্রতি কম্প্যুটেক্স ২০১৪ সম্মেলনে এক অবাক করা ডিভাইস নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এটি একই সাথে ল্যাপটপ, ট্যাব এবং স্মার্টফোনের এক বিস্ময়কর সমন্বয়। একে বলা হচ্ছে একের ভেতরে পাঁচ।
একের ভেতরে পাঁচঃ
১. প্রথমত এটি একটি উইন্ডোজ ল্যাপটপ
২. কীবোর্ড খুলে ফেললে এটা হয়ে যাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত একটি ট্যাব
৩. ডিসপ্লের পেছনে রয়েছে একটি স্মার্টফোন স্লট যেখানে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত একটি আসুস স্মার্টফোন
৪. স্লটে স্মার্টফোনটি রাখলে ডিভাইসটি হয়ে যাবে একটি অ্যান্ড্রয়েড ল্যাপটপ
৫. কীবোর্ড খুলে ফেললে এটা হয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড ট্যাবলেট
বৈশিষ্ট্যঃ
Asus Transformer Book V এ থাকছে ইন্টেল কোর প্রসেসর। মূল ডিভাইসটিতে থাকছে ১২.৫ ইঞ্চির হাই ডেফিনেশন আইপিএস ডিসপ্লে(কারো মতে ১৯২০×১০৮০ আবার কারো মতে ১৩৬৬×৭৬৮)। এতে থাকছে ৪ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট এসএসডি মেমোরি। মজার ব্যাপার হল, এর কীবোর্ডে রাখা হয়েছে ১ টেরাবাইট স্টোরেজ। সাথে থাকছে টাচপ্যাড। এর ব্যাটারি হবে ২৮ ওয়াট-ঘণ্টা বিশিষ্ট। এর ওজন ৭০০-৮০০ গ্রাম।
সংযুক্ত স্মার্টফোনে থাকছে ৫ ইঞ্চির ডিসপ্লে। এই ফোনে আরও থাকছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ২ গিগাবাইট র্যাম, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি বিশ্বের প্রথম ডিভাইস যা ৬৪ বিট ইন্টেল অ্যাটম কোয়াড কোর প্রসেসর ভিত্তিক।
মূল্যঃ
এই Asus Transformer Book V প্যাকেজটির দাম মোটামুটি বেশি পড়বে। ধারণা করা হচ্ছে এর দাম পড়বে ১৫০০ থেকে ২০০০ ডলারের মধ্যে।