দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবার জিডিপি ৭.৩%।
সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৬ মিনিটে বাজেট বক্তৃতা শুরু হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করেন।
দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট প্রস্তাব এবং সেই সঙ্গে অষ্টমবারের মতো বাজেট প্রস্তাব করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করেন।
প্রস্তাবিত এ বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। বাজেট ঘাটতি থাকছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। এটি জিডিপির ৫ শতাংশ।
নতুন এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- ১ লাখ ৮২ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।
সংসদের এই বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলামসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।