দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব কম মানুষই এই ধরনের দুর্লভ সুযোগ পেয়ে থাকে, যেমনটি পেয়েছে আকবর হায়দার মুন্না। তিনি ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে তার প্রিয় দল ব্রাজিলের একটি খেলা দেখার জন্য ব্রাজিল যাচ্ছেন, এটি তার একটি শৈশবের স্বপ্ন ছিল যে তিনি একদিন তার প্রিয় দলের খেলা সরাসরি দেখবেন। তিনি ১৭ জুন অনুষ্ঠিত ব্রাজিল ও মেক্সিকোর খেলাটি সরাসরি দেখার সুযোগ পেয়েছেন।
আকবর হায়দার মুন্না সেই শৈশবকাল থেকে ব্রাজিলের ভক্ত। এবার তার প্রিয় দলকে কাছে থেকে দেখার একটি সুযোগ এসেছে যা ছিল তার কল্পনার মাঝে। মুন্না আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের তিনটি খেলার মাঝে একটি খেলা দেখার জন্য ব্রাজিল যাচ্ছেন। মেক্সিকো এবং ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত এই খেলাটি হবে ১৭ জুন ব্রাজিলের ফোর্তালেজায় প্রায় ৬৪ বছর পর ব্রাজিল আবার তার দেশে বিশ্বকাপের আয়োজন করছে। আর সেই বিশ্বকাপে মুন্না যাচ্ছেন তার প্রিয় দলের খেলা দেখতে। আকবর হায়দার মুন্না একটি অপেশাদার ফুটবল ক্লাবের মালিক। তার ক্লাব তাকে এই জন্য একজন ভাগ্যবান মানুষ হিসেবে চিন্তা করবে।
আকবর হায়দার মুন্না বলেন, একজন ব্রাজিল ভক্ত হিসেবে আমি এই সুযোগটি কখনোই হাতছাড়া করতে পারবো না। আমি সবসময় কল্পনা করেছি ব্রাজিলের একটি খেলা আমি সরাসরি দেখবো। কিন্তু অর্থনৈতিক কারণে এটি আমার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু এবারের বিশ্বকাপের একটি খেলা দেখার জন্য আমি গত বছর থেকে পরিকল্পনা করি। আকবর হায়দার আজকালের মধ্যে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন তারপর সেখান থেকে চলে যাবেন ব্রাজিলের রিও ডি জেনেরিও। এই ফুটবল ভক্ত ফুটবল খেলা দেখা শুরু করেন ১৯৮৬ সাল থেকে, সেই বছর বিশ্বকাপটি জয় করেছিলেন আর্জেন্টিনা। ম্যারাডোনা ছিলেন সেই বিশ্বকাপের অন্যতম মহাতারকা। আকবর হায়দার মুন্নারা তখন সপরিবারে থাকতেন জার্মানি, তার বাবা ছিলেন জার্মানির ভক্ত। কিন্তু তিনি তখন থেকেই ছিলেন ব্রাজিলের চরম ভক্ত।
তিনি আরো বলেন, আমি ব্রাজিলের একটি খেলা সরাসরি দেখার জন্য মুখিয়ে ছিলাম। তাই আমি আমার লন্ডনে অবস্থান করা চাচার মাধ্যমে ব্রাজিলের খেলার একটি টিকিট ক্রয় করি। ৩৫ বছর বয়স্ক আকবর হায়দার মুন্না হলেন কম্পিট কম্পোজিট নিটওয়্যার, পেট্রোম্যাক্স রিফাইনারী এবং শাহজীবাজার পাওয়ার কোম্পানীর পরিচালক।
তথ্যসূত্রঃ ঢাকাট্রিবিউন