দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১২ সালে চীনের একদল প্রত্নতত্ত্ববিদ চীনের একটি প্রাচীন শহরের একটি ধ্বংসাবশেষে প্রায় ৮০টির মতো মাথার খুলি আবিষ্কার করেন। এর আগে এতোগুলো মাথার খুলি একসাথে কোন ধ্বংসাবশেষে দেখা যায়নি। ফলে এই আবিষ্কারটি গবেষকদের চিন্তিত করেছে বলে সাম্প্রতিক এই গবেষণার ফলাফল পাওয়া গিয়েছে।
চীনের গবেষক দল বলেন, এই মাথার খুলিগুলোর মানুষগুলোকে দেবতার তুষ্টির জন্য বলি দেওয়া হয়েছিল। তারা আরও বলছেন, এই মানুষগুলো ছিলেন অল্প বয়সী মহিলা। চীনের উত্তর পশ্চিমের শাংঝি প্রদেশের শিয়ামো শহরের ধ্বংসস্তুপের মধ্যে মোট দুইভাগে এই সব খুলির সন্ধান পাওয়া যায়। দেবতার তুষ্টির জন্য আজ থেকে চার হাজার বছর আগে এই সকল মানুষদের বলি দেওয়া হয়। প্রত্নতাত্ত্বিক গবেষণার গবেষক দল বলেন, সন্ধান পাওয়া খুলিগুলোর বেশিরভাগই নিওলিথিক যুগের অর্থাৎ নতুন পাথরের যুগের। এই সময়টায় গোষ্ঠী সংঘর্ষ বা গণহিংসার মতো ঘটনা নিত্যনৈমত্তিক ব্যাপার ছিল। এছাড়া এই সময় বিভিন্ন শুভ কাজের আগে শত্রুপক্ষের মানুষদের বলি দেওয়ার একটি প্রথা প্রচলিত ছিল। আর এই ক্ষেত্রে বলি দেওয়ার জন্য বেঁছে নেওয়া হতো কম বয়সী মহিলাদের। প্রত্নতাত্ত্বিকরা আরো বলছেন, শিয়ামো শহরের নির্মাণ কাজ শুরু হলে এই বলি দেওয়ার প্রয়োজন হলে এই মানুষগুলোকে বলি দেওয়া হয়।
এই আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে ধারণা করা হয় এখানে একটি ছোট শহর ছিল। কিন্তু ২০১২ সালের এই আবিষ্কারের পর দেখা যায় যে, নিওলিথিক যুগের যে কয়েকটি শহর এই পর্যন্ত টিকে আছে তাদের শিয়ামো সবচেয়ে বড় শহর। আজ থেকে প্রায় ৪৩০০ বছর আগে এই শহরটি নির্মাণ করা হয়। পরবর্তীতে ঝিয়াং সাম্রাজ্যের আমলে এই শহরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। উল্লেখ্য যে, ২০০৫ সালে একদল গবেষক এই শহরে বলি দেওয়ার বেদি খুঁজে পান।
তথ্যসূত্রঃ ডেইলিমেইল
This post was last modified on জুন ২১, ২০২২ 4:09 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী কাজল কখনই তার নামের সঙ্গে কোনো পদবি ব্যবহার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির বাগানে ফণা তুলে দাঁড়িয়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ৪ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের এই সময় ঘামাচির প্রাদুর্ভাব দেখা দেয়। আর তখন ঘামাচি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের ইনোভেটিভ ডিজিটাল অপারেটর বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকৃতপক্ষে কম ঘুম মানেই স্থূলত্ব এবং বেশি ঘুম মানেই রোগা…