দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌমাছির হুল থেকে মানুষ ১০০ হাত দূরে থাকার চেষ্টা করলেও চীনের গাও বিঙ্গুয়া নামক এক নাগরিক দেহে সর্বোচ্চ ৩ লাখ ২৬ হাজার মৌমাছি নিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন।
গাও বিঙ্গুয়া ৪৫ বছর বয়স্ক এবং তিনি দীর্ঘদিন মৌমাছি নিয়ে কাজ করছেন, ফলে তার মৌ-মাছিদের নিয়ে অগাদ অভিজ্ঞতা। গাও বিঙ্গুয়া সংখ্যা হিসেবে শরীরে ৩ লাখ ২৬ হাজার মৌমাছি নিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন, এই মৌমাছির মোট ওজন ৩৩ কেজি।
গাও বিঙ্গুয়া মৌমাছিদের নিজের শরীরে নেয়ার আগেই ভালোভাবে শরীর ধুয়ে নেন এবং শরীরে তীব্র সুগন্ধি মাখেন। মৌ-মাছিদের মানুষের শরীরের গন্ধ উত্তেজিত করে তুলে ফলে শরীরে ফুলের মত সুগন্ধি মাখতে হয়েছে বলে জানায় গাও বিঙ্গুয়া। বাক্সে বাক্সে মৌ মাছি নিজের শরীরে ঢালার আগেই গাও বিঙ্গুয়া শরীরে মধু মেখে নেন, ফলে মৌমাছিরা তার শরীরে লেপ্টে থাকে।
শুরু থেকে শেষ পুরো প্রক্রিয়াটি গণমাধ্যমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়, গাও বিঙ্গুয়াকে এই কাজে সাহায্য করেন বেশ কিছু সাহায্যকর্মী।
গাও বিঙ্গুয়া নিজের নিরাপত্তার জন্য শরীরের স্পর্শকাতর স্থানে বিশেষ পাতলা প্লাস্টিক পরেনেন, এছাড়া তিনি একটি পাইপ দিয়ে নিঃশ্বাস নেয়ার কাজ করেন।
সূত্রঃ মেট্রো নিউজ
This post was last modified on জুন ২১, ২০২২ 4:06 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং ৭ দেশের নাগরিকদের মার্কিন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি গবেষণায় দেখা গেছে, ইউরোপের মধ্যে রয়েছে এমন মিউজিয়াম যা…