দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রিকেট নিয়ে মেতে থাকার কারণে অনেকেই ভুলে গেছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেট ম্যাচের কথা। আজ রবিবার শুরু হচ্ছে ৩টি ওয়ানডে ম্যাচ। মিরপুর স্টেডিয়ামে দুপুর ১টায় রয়েছে প্রথম ম্যাচটি।
আজ রবিবার দুপুর ১টায় প্রথম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। এই ওয়ানডে ম্যাচকে সামনে রেখে দুই সপ্তাহের বেশি সময় ধরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তবে সিরিজে অনেক চ্যালেঞ্জও রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিযেছেন। মুশফিক সাংবাদিকদের বলেন, প্রত্যেকটি ম্যাচেই টার্গেট থাকে জয়লাভ করা। অনেকদিন পর আমরা একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছি। আমাদের টার্গেট হবে প্রতিটি ম্যাচ জেতা।
২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেট দল কোনো ওয়ানডে ম্যাচ জিততে পারেনি। এমন হতাশার মধ্যেও মুশফিক জোর দিয়ে বলেন, ২০১৪ সালে এখনও একটি ওয়ানডে ম্যাচও জিততে পারিনি ঠিকই কিন্তু এবার সবকিছু ঠিকঠাক থাকলে ৩টি ম্যাচেই জয়ের সুযোগ আছে আমাদের। আমরা তা কাজে লাগাতে চাই।
আজ ১৫ জুন ছাড়াও ১৭ ও ১৯ জুন দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ৩টি খেলাই মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে একই সময় দুপুর ১টায়।
জানা গেছে, জিটিভির কাছ থেকে স্বত্ত্ব নিয়ে খেলাগুলো সরাসরি দেখাবে ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টস। এই সিরিজের সবগুলো খেলা সরাসরি দেখাবে বাংলাদেশের জিটিভি (গাজী টিভি)।
আপডেট:
বৃষ্টির কারণে এখন বাংলাদেশ – ভারত খেলা বন্ধ আছে। বাংলাদেশের ২৭২ রানের জবাবে যখন ভারত ৯৯ রান তুলে ফেলে বিনা উইকেটে, তখনই আঘাত হানলো সাকিব-আল-হাসান, ফিলিয়ে নিল রবি উথাপা কে! বিস্তারিত জানতে সাথে থাকুন।