দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ চীন। মাও সেতুং’র এই দেশটিতে সুন্দর স্থানের অভাব নেই। ভ্রমণকারীরা এশিয়ার বৃহত্তম দেশটিতে নির্দ্বিধায় যেতে পারেন। প্রাকৃতিক নৈসর্গের এই বেলা ভূমির অপরূপ সৌন্দর্য সকলকে বিমোহিত করবে। অনেকগুলো সুন্দর সুন্দর স্থান থেকে আপনাদের জন্য ১০টি স্থান সম্পর্কে আলোকপাত করা হলঃ
রেড রক ভ্যালী
রেড রক ভ্যালী অবস্থিত চীনের ইউনতাইশানে। এই উপত্যকাটি লাল পাথরে তৈরি। তাইতো এর নাম ‘লাল পাথরের উপত্যকা’।
স্নো মাউন্টেন
তিব্বতের ‘স্নো মাউন্টেন’ এবং লেক আসাধারন এক প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এই পাহাড়গুলোর নানা ধরণ অসাধারণ করে তুলেছে স্থানটি। তার সাথে লেক যুক্ত করেছে অসহ্য সৌন্দর্য।
কৈলাস পর্বত
এই পাহাড়ের চূড়ায় জমে আছে পাথর। চীনে গেলে অবশ্যই কৈলাস পাহাড় দেখা উচিত।
ঝোউয়ের মাউন্টেন
এই স্থানটি পুরোটাই তৈরি হয়েছে রেড স্যান্ডস্টোন বা লাল বেলেপাথর দিয়ে।
বেকডুসান হেভেন লেক
এটি চীনে অবস্থিত একটি লেক। নামের মতোই স্বর্গীয় সুন্দর এই লেকটি। সবুজের সমারোহে পাহাড়। এটি চীনের জুইলিনে অবস্থিত।
হেভেন সুওয়াংওয়াই
চীনের আরেকটি অসাধারন দর্শনীয় স্থান হেভেন সুওয়াংওয়াই। বরফে আচ্ছাদিত অবস্থায় শুভ্র এই স্থান সবার মন কেড়ে নেয়।
ইয়াং ঝউ অং কউ
এটি একটি লেক। এতে রয়েছে পাহাড় ও নদীর অপূর্ব মিলন। এই স্থানটি তিব্বতের পাহাড়ের পাদদেশে। অপরূপ এই জায়গায় পাওয়া যায় নীলের সুদ্ধতা। আকাশ ও পাহাড়ের মিলন দেখতে হলে অবশ্যই এখানে যেতে হবে।
চীনের প্রাচীর
লাল-কমলা ফুলে ছেয়ে থাকা চীনের প্রাচীরটি দেখতে সত্যিই অসাধারণ হয়ে উঠে।
লী
জিংপিং, গোয়াংঝি প্রভিন্স ও চীনে বয়ে চলা অসাধারণ সুন্দর ‘লী’ নদী। এর দুই ধারে রয়েছে পাহাড়।
হোয়াইট স্যান্ড মাউন্টেন
এটি ঝিংজিয়ানে অবস্থিত। সাদা বালু দিয়ে তৈরি হওয়ার করনেই এর নাম ‘সাদা বালুর পাহাড়’ বা ‘হোয়াইট স্যান্ড মাউন্টেন’।
ভ্রমনকারিদের জন্য অসাধারন একটি দেশ চীন। মনমুগদ্ধকর এই দেশে দেখার স্থানের শেষ নেই। তবে এই স্থানগুলোকে অবশ্যই আগে গুরুত্ব দেয়া উচিত।
This post was last modified on সেপ্টেম্বর ৩০, ২০১৪ 5:51 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…