দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বিশ্বকাপে ইংল্যান্ডের সেই খেলার কথা মনে আছে কি? যখন ইংল্যান্ডের ডেভিড জেরার্ডের বল গোললাইনের ভেতরের দাগ স্পর্শ করে বেরিয়ে আসে আর রেফারি গোল না হওয়ার সংকেত দেয়। ফুটবলের এই সকল গোললাইন বিতর্ক বিগত কয়েক বছর যাবত আলোচনায় কিন্তু সমাধানের তেমন কোন উদ্যোগ দেখা যায়নি। কিন্তু এবার বেশকিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে এ ধরনের সমস্যা থাকবে না।
এবারের বিশ্বকাপে এই সকল বিতর্ক পেরিয়ে যাওয়ার জন্য ফিফা নিয়েছে কিছু উদ্যোগ। তারা বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক এই সকল প্রযুক্তির নানা দিক।
ভ্যানিশিং ফোম
সাধারণত ফ্রি কিকের সময় প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে দেয়াল তৈরি করা নিয়ে বিবাদের সৃষ্টি হয়। তাই এবার এই বিবাদ দূর করতে ব্যবহার করা হচ্ছে ভ্যানিশিং ফোম। রেফারি ভ্যানিশিং ফোম দিয়ে খেলোয়াড়দের সীমানা নির্ধারণ করে দিবেন। ফ্রি কিকের স্থান থেকে ১০ গজ দূরে এই দাগ নির্ধারণ করবে রেফারি।
দি টুইটার ওয়াল
জার্মান ফুটবল ফেডারেশন তাদের দলের অবস্থানকারী হোটেলের পাশে স্থাপন করেছে এই দেয়াল- এর নাম টুইটার ওয়াল। এখানে জার্মানির ভক্তরা তাদের দলের জন্য অনুপ্রেরণামূলক বিভিন্ন পোস্ট দিতে পারবে যেন খেলোয়াড় তা দেখতে পায়।
হোয়াটস অ্যাপ
উরুগুয়ের ফুটবল দল হোয়াটস অ্যাপের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই অ্যাপের মাধ্যমে দলের খেলোয়াড়রা তাদের দলের প্রতিপক্ষ সম্পর্কে নানা তথ্য শেয়ার করতে পারবে। এর ফলে দলের খেলোয়াড়রা আগে থেকেই তার প্রতিপক্ষ সম্পর্কে অবহিত থাকতে পারবে যা খেলার সময় তাদের মনোবল বৃদ্ধি করবে বলে মনে করা হয়।
আল্ট্রা এইচডি টিভি
আল্ট্রা এইচডি টিভির ব্যবহার এই প্রথম। পরীক্ষামূলকভাবে এই আল্ট্রা এইচডি টিভির যাত্রা শুরু হলো এই বিশ্বকাপের মাধ্যমে। এখানে প্রতি সেকেন্ডে প্রায় ১০০ মেগাবাইট তথ্য প্রেরণ করা এবং সংরক্ষণ করা যায়।
ক্যামেরা সম্বলিত ফুটবল
এবারের বিশ্বকাপে অফিশিয়াল যে ফুটবল ব্যবহার করা হয়েছে তার নাম ব্রাজুকা। সেই ফুটবলের ভেতরেই স্থাপন করা হয়েছে ক্যামেরা। সেই ক্যামেরাগুলো উচ্চ প্রযুক্তির ক্যামেরা ফলে পুরো মাঠের খেলা এবার দেখা যাবে ৩৬০ ডিগ্রি প্যানারোমিক ভিউতে।
This post was last modified on জানুয়ারী ৩০, ২০২৪ 10:45 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৮ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন বলিউডের দুই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননে গণহত্যা চালানোর ঘটনায় বর্বর ইসরায়েলের…