দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গত কয়েকদিনের ব্যবধানে বহু জীবন বিপন্ন হয়েছে আত্মঘাতি বোমা হামলায়। যে কারণে ২৫ নভেম্বরের আশুরায় হামলা ঠেকাতে পাকিস্তানের প্রধান প্রধান শহরগুতো আজ শনিবার ২৪ নভেম্বর সকাল থেকে দুই দিনের জন্য মোবাইল ফোন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জঙ্গি হামলায় মোবাইল ফোনের সিম ব্যবহার হচ্ছে এটি জানার পর এ ধরনের ব্যবস্থা নেওয়া হলো।
আগামীকাল ২৫ নভেম্বর পবিত্র আশুরা দিবস। শিয়া সম্প্রদায় এ উপলক্ষে তাজিয়া মিছিলসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে থাকে। শিয়াদের লক্ষ্য করে অতীতে বহুবার সুন্নী সম্প্রদায়ের কট্টরপন্থী কিছু অংশ জঙ্গি হামলা চালিয়েছে। চলতি সপ্তাহেই রাওয়ালপিন্ডিতে এ ধরনের এক হামলায় ২৩ শিয়ার প্রাণহানি ঘটে।
গতকাল ২৩ নভেম্বর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রহমান মালিক সাংবাদিকদের জানান, গত ১৫ দিনে যেসব জঙ্গি হামলা হয়েছে তার ৯০ ভাগ ক্ষেত্রেই মোবাইল ফোনের সিম ব্যবহার করা হয়েছে। এ কারণে আশুরার সময় দুই দিন মোবাইল ফোন সেবা বন্ধ রাখা হবে।
উল্লেখ্য, গত কয়েক দিনে আত্মঘাতি বোমা হামলায় পাকিস্তানে বহু মানুষের মৃত্যু ঘটেছে। বহু জনগণ আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজধানীসহ বড় শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।