দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রেমের বিয়ে হোক কিংবা পরিবারের ঠিক করা হোক, বিয়ের আগে নারী-পুরুষ সকলের মনেই অদ্ভুত কিছু প্রশ্নের উদয় হয়। আশা, আনন্দ, নতুন জীবনের শঙ্কা সব মিলিয়ে মনের মাঝে একটা অদ্ভুত নার্ভাস ভাব আর অস্থিরতা। অনেকেই এই অস্থিরতার মাঝে পড়ে জীবনের সবচাইতে মিষ্টি এই সময়টা উপভোগই করতে পারেন না। চলুন জেনে নেওয়া যাক সংসার শুরুর আগে মনে রাখবেন যে বিষয়গুলো।
নতুন ভাবনা
১. ভাবনাগুলো এলোমেলো হয়ে থাকলে, একটু শান্ত হয়ে বসে নিজেকে গুছিয়ে নিন।
২. সহজভাবে চিন্তা করুন। একটু কঠিন বিষয়গুলো কাছের অভিজ্ঞ বন্ধুর সাথে আলোচনা করুন। করণীয় উপায় বের হয়ে আসবে। প্রয়োজনে মনের মানুষটির সাথে কথা বলে নিতে পারেন।
৩. ভাললাগার ব্যাপারগুলো ফোকাস করুন।
৪. অধ্যবসায় দিয়ে ধৈর্যকে আয়ত্তে আনুন।
৫. সাহস সঞ্চয় করতে হবে।
কী করবেনঃ
১. ভাল কাজ, ভাল কথা মানুষের মনকে খুব নাড়া দেয়।
২. হাসিখুশি মুখ সবার প্রিয়। তাই এই মুখটি আপনার অনেক কাজ সহজ করে দেবে।
৩. নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে দৃঢ় মনোভাব আনতে হবে।
৪. বলিষ্ঠ আচরণ, ব্যক্তিত্ব চেহারায় থাকতে হবে।
৫. সমস্যার সমাধান পেয়ে গেলেও, তা সঙ্গীর সাথে শেয়ার করা যেতে পারে। যাতে করে সবকিছুতে তাকে প্রাধান্য দেয়ার মনোভাব প্রকাশ পায়।
৬. সবার প্রতি মনোযোগ দিতে হবে।
৭. ভাল কাজের প্রশংসা করুন। সবাইকে বেশি বেশি উৎসাহ দিন।
This post was last modified on জুলাই ১, ২০১৪ 3:04 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…