দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হ্যামস্ট্রিং এর ইনজুরির কারণে নকআউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আগুয়েরোর চিকিৎসক জানিয়েছেন তার পায়ে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন। এর ফলে নক আউট পর্বে সুইসদের বিপক্ষে মাঠে নামা হচ্ছেনা ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
বুধবার এফ গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে খেলার সময় প্রথমার্ধের ৩৬ মিনিটে ইনজুরিতে পড়েন আগুয়েরো। আক্রমণভাগের অন্যতম সেরা এই অস্ত্রকে রেখেই ম্যাচের বাকিটা সময় খেলে আর্জেন্টিনা। ম্যাচে ৩-২ গোলে জয় পেলেও, আগুয়েরোর ইনজুরিতে বেশ চিন্তায় পরেছেন কোচ সাবেলা। অ্যাগুয়েরার চিকিৎসক জানিয়েছেন, সময় মতো সেরে উঠতে না পারলে হয়তো বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও নাও খেলতে পারেন আগুয়েরো। তার পরিবর্তে সুইসদের বিপক্ষে ম্যাচে সুযোগ পেতে পারেন এজেকুয়েল ল্যাভেজ্জি অথবা রদ্রিগো প্যালাসিও।
সার্জিও আগুয়েরো চিকিৎসক আরো বলেন, ‘সার্জিওর পায়ের অবস্থা ভাল না। তার পক্ষে এ ম্যাচে খেলা সম্ভব নয়। তার পায়ের প্রকৃত অবস্থা এখনও বোঝা যাচ্ছেনা। সময়মত সেরে উঠতে না পারলে, বিশ্বকাপের বাকি ম্যাচেও হয়তো ও খেলতে পারবে না।’ আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে ছাড়া নকআউট পর্বে আর্জেন্টিনা কতটুকু ভাল করতে পারে এখন সেটাই দেখার অপেক্ষায় অগণিত আর্জেন্টাইন সমর্থকেরা।
তথ্যসূত্রঃ গার্ডিয়ান