আজ বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা মামলার রায় ঘোষিত হবে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আজ বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির রায় ঘোষণা করা হবে। তবে এই রায়ের পূর্ণাঙ্গ বিবরণ আগামীকাল মঙ্গলবার জানা যাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির রায় ইতিপূর্বেই ঘোষণার কথা থাকলেও কতিপয় কারণে তা পিছিয়ে যায়। আজ সোমবার এই রায় ঘোষণা করা হবে। তবে রায়ের পূর্ণাঙ্গ বিবরণ আজ পাওয়া যাবে না। আগামীকাল মঙ্গলবার এই মামলার পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে।

সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, আজ সোমবার হেগে অবস্থিত আন্তর্জাতিক স্থায়ী সালিশী আদালত বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির এ রায় ঘোষণা করবে। আদালতের বিধি অনুযায়ী রায়ের বিবরণ প্রকাশ করা হবে পরদিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার।

Related Post

বাংলাদেশের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবিরা মনে করেন, রায়ে বাংলাদেশের যুক্তি উপস্থাপন এবং দাবি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তাতে এ ব্যাপারে তারা খুবই আশাবাদী। এই রায়ের মধ্যদিয়ে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারিত হলে উভয় দেশই দেশের স্বার্থে সমুদ্রসম্পদ স্বাধীনভাবে ব্যবহার করার সুযোগ পাবে। জানা যায়, গতবছর ডিসেম্বরে এই মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়। সে সময় জানানো হয়, ৬ মাসের মধ্যে রায় ঘোষণা করা হবে। গত জুন মাসে ওই ৬ মাস অতিক্রম করেছে।

মামলায় যাওয়ার কারণ হিসেবে জানা যায়, বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণে ভারত সম দূরত্বের (ইকুইডিট্যান্স) রেখা টানার যুক্তি দিয়ে আসছিল। ভারত বলছিল সমুদ্র তট থেকে সীমা রেখা হবে ১৬২ ডিগ্রী। অপরদিকে বাংলাদেশের উপকূলীয় রেখা অবতলীয় হওয়ায় নায্যতার (ইকুইটি) ভিতিত্তে সীমারেখা টানার বাংলাদেশের যুক্তি হলো- সেখানে রেখা হবে ভূমির মূল বিন্দু হতে সমুদ্রের দিকে ১৮০ ডিগ্রী। বিষয়টি উভয়দেশের নীতি নির্ধারক পর্যায়ে নিষ্পত্তি না হওয়ায় পরবর্তীতে আন্তর্জাতিক আদালতে গড়ায় মামলা। বাংলাদেশ ২০০৯ সালের ৮ অক্টোবর হেগে অবস্থিত স্থায়ী সালিশী আদালতে এই বিষয়টি নিয়ে মামলা করে।

উল্লেখ্য, ইতিপূর্বে বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা নিয়ে বিরোধ সৃষ্টি হলে মামলায় গড়ায়। সে মামলায় বাংলাদেশের পক্ষে রায় হয়।

This post was last modified on জুলাই ৭, ২০১৪ 10:13 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে

গোল্ডেন আউল: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি ঘটলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…

% দিন আগে