দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রাজিলের বিপক্ষে তৃতীয় স্থানের জন্য লড়াইটাকে একদমই গুরুত্ব দিচ্ছেন না লুইস ফন গাল। বিশ্বকাপের মতো আসরে এ ধরণের স্থান নির্ধারণী ম্যাচকে অর্থহীন মনে করেন নেদারল্যান্ডসের কোচ। একই মত নেদারল্যান্ডের ফরোয়ার্ড আরজেন রবেনেরও।
শিরোপা স্বপ্ন ভুলে এবার তৃতীয় স্থান দখলের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে শিরোপার প্রত্যাশা নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করা স্বাগতিক ব্রাজিল। মঙ্গলবার জর্মানীর কাছে ৭-১ গোলের লজ্জাস্কর এক পরাজয়ে শিরোপা স্বপ্ন তো দূরের কথা ইমেজ সংকটের মধ্যে পড়ে গেছে নেইমারের দলটি। তাই আজ প্লে অফ ম্যাচে তৃতীয় স্থান দখলের পাশাপাশি ইমেজ ফিরে পাওয়ার লড়াইয়েও অবতীর্ন হতে হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যেখানে তাদের প্রতিপক্ষ লুইজ ভ্যান গালের হল্যান্ড।
এদিকে আরেনা দে সাও পাওলোতে বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হারার পর ম্যাচটি নিয়ে অনীহা জানিয়ে ডাচ কোচ বলেন, “আমি মনে করি, এই ম্যাচের আয়োজন করাই উচিত নয়। এটা আমি ১০ বছর ধরেই বলে আসছি।”
তিনি আরো বলেন, ফুটবল টুর্নামেন্টে, বিশেষ করে শেষ পর্যায়ে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচের জন্য কোনো খেলোয়াড় মুখিয়ে থাকে না। কারণ তাদের দৃষ্টিতে পুরস্কার একটাই – বিশ্বসেরা হওয়া।
এদিকে রবেন জানিয়েছেন, তিনি এই ম্যাচ খেলতে মটেই আগ্রহী নন। তিনি মনে করেন এই ম্যাচ দর্শক সমর্থকদের মাঝেও তেমন একটা আগ্রহ থাকবে না। ফলে অনর্থক ম্যাচ খেলার কোন ইচ্ছে নেই রবেনের।
ডাচ কোচের মূল যুক্তি অবশ্য অন্য দিকে, তিনি মনে করেন, সেমি-ফাইনালে ওঠা চারটি দলের মধ্যে একটি দলের টানা দুটি ম্যাচই হারতে হয়। এত দারুণ খেলে সেমি-ফাইনালে ওঠার পর শেষ দুটো ম্যাচ হেরে একটি দলের বাড়ি যাওয়াটা ক্রীড়া-চেতনার সঙ্গে মানানসই নয়।
This post was last modified on জুলাই ১২, ২০১৪ 1:31 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…