দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘরে হাত গুটিয়ে বসে না থেকে আপনিও ঘর সাজানোর নানা কাজ করতে পারেন। এজন্য আপনাকে আলাদা কোনো খরচাও করতে হবে না। আপনি একটু উদ্যোগী হলেই তা সম্ভব। এমনই একটি বিষয় নিয়ে আজ আলোচনা করা হবে। পরিত্যাক্ত পিভিসি পাইপ দিয়ে আপনি মিররের ডিজাইন করতে পারেন অনায়াসে। আর এই ডিজাইনের কারণে আপনার ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। তবে আসুন কিভাবে তৈরি করবেন এই ডিজাইন জেনে নেই।
খুব ছোট কয়েকটি জিনিস লাগবে মিররের ফ্রেমটি তৈরি করতে। আর ফ্রেম তৈরি কর যখন পুরো কাজটি আপনি সম্পন্ন করবেন তখন দেখবেন আপনার ঘরের চেহারা পাল্টে গেছে।
কি কি কিনবেন
# আপনার ঘরের দেওয়ালের রঙের বিপরিত যে কোন রঙের পিভিসি পাইপ কিনুন ১টি
# পিভিসি পাইপ কাটার জন্য হ্যাক্স ব্লেড কিনুন ১টি।
# হট গ্লু গাম বা ভালো কোনো আঠা কিনুন।
# যদি কোনো আয়না আপনার ঘরে না থাকে তাহলে স্কয়ার সাইনের একটি ফ্রেম ছাড়া সাধারণ আয়না কিনুন।
# ঘষার জন্য কিনুন ১টি শিরিষ কাগজ।
# আরও কিনুন নিজের পছন্দের রঙের স্প্রে পেইন্ট
এখন আপনাকে যা করতে হবে তা জেনে নিন:
প্রথমে পাইপটা হেক্সো ব্লেড দিয়ে রিং এর মতো করে টুকরো টুকরো করে কেটে নিন। তারপর মেঝেতে কাটা টুকরোগুলো রেখে নিজের পছন্দমতো নকশায় সুন্দরকরে সাজিয়ে নিন।
একটু সময় লাগলেও পছন্দমত নকশা করে নিন। এখন হট গ্লু গাম দিয়ে খুব সাবধানে ধিরস্থিরভাবেএকটার সাথে আরেকটা রিং জোড়া দিতে থাকুন। প্রয়োজনে আমাদের লেখার মধ্যে যে ছবি রয়েছে সেগুলো বার বার দেখে নিতে পারেন।
যদি পুরো নকশাটি তৈরি হয়ে যায় তাহলে এরপর শিরিষ কাগজ দিয়ে ঘষে রিংগুলোকে একটু মসৃণ করে নিন। এতে দেখতে আরও সুন্দর লাগবে। আর আপনি ইচ্ছে করলে এ সময়ে একস্তর স্প্রে পেইন্টও ইচ্ছে করলে দিতে পারেন। এতেকরে এর সৌন্দর্য্য আরও বৃদ্ধি পাবে।
এখন ফ্রেমবিহীন আয়নাটির পেছনে গ্লু গাম দিয়ে সুন্দর করে লাগিয়ে নিন আপনার বানানো টুকরোগুলো দিয়ে বানানো এই নকশাটি। ব্যাস, হয়ে গেলো নিজের হাতে তৈরি অদ্ভুত সুন্দর একটি মিরর ফ্রেম। এখন নিজে দেখেও বিশ্বাস করতে পারবেন না যে এটি আপনার হাতেরই তৈরি।
ঘর সাজানোর এমন অনেক পদ্ধতি রয়েছে যেগুলো দিয়ে আপনি খুব কম খরচে ঘরকে সৌন্দর্য্যমণ্ডিত করে তুলতে পারেন। আর ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি পেলে আপনার মনও ভালো থাকবে। দি ঢাকা টাইমস্ এর সঙ্গে থাকুন এবং পেতে থাকুন আপনার নিত্যদিনের নানা রকমের টিপস্।
তথ্যসূত্র: Thriftyandchic