দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মালয়েশীয়ান বিমান ভূপাতিত করার ঘটনায় একমাত্র সন্তান হারানো বাবা হ্যান্স ডি বোর্স্ট হত্যাকারীদের বলেছেন, ‘আমার সন্তানকে হত্যা করায় তোমাদের ধন্যবাদ’।
মালয়েশীয়ান বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় স্বজনহারাদের আর্তনাদ এখন বিশ্ববাসীর হৃদয়ে এক আঘাতে পরিণত হয়েছে। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে কিন্তু রাজনৈতিক দেওলিয়াত্বের কারণে শত শত প্রাণের যখন সংহার ঘটে তখন সেখানে প্রশ্ন ওঠে সকলের। মালয়েশীয়ান বিমান ভূপাতিত করার ঘটনায় একমাত্র সন্তান হারানো বাবা হ্যান্স ডি বোর্স্ট। তিনি শোকে পাথর হয়ে হত্যাকারীদের বলেছেন, ‘আমার প্রিয় ও একমাত্র সন্তানকে হত্যা করার জন্য মি. পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট), বিচ্ছিন্নতাবাদী নেতা বা ইউক্রেন সরকারকে ধন্যবাদ।’ ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশীয়ান বিমান ভূপাতিত করার ঘটনায় একমাত্র সন্তান হারানোর পর হ্যান্স ডি বোর্স্ট হত্যাকারীদের এভাবেই ‘ধন্যবাদ’ জানান।
তিনি মালয়েশীয় এমএইচ১৭ এই ফ্লাইটটিকে যারা ভূপাতিত করেছে, তাদের বর্বরতার জন্য এক বিদ্রূপাত্মক খোলা চিঠি লিখেছেন। ওই চিঠিটি গতকাল সোমবার ডাচ মিডিয়াতে ফলাও করে প্রকাশ করা হয়েছে।
হ্যান্স তাঁর চিঠিতে ১৭ বছরের একমাত্র মেয়েকে হারিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে রাশিয়া এবং ইউক্রেনের সরকার উভয়কেই এক হাত নিয়েছেন। মেয়েকে হারানোর শোক প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘হঠাৎ করেই চলে গেল সে। বিদেশি যুদ্ধবিধ্বস্ত দেশের আকাশে পরিকল্পিতভাবে হত্যা করা হলো তাকে।’
মেয়ের ভবিষ্যতের ভাবনাগুলোর কথা বলতে গিয়ে হ্যান্স আরও লেখেন, ‘ইলসেমেইক আগামী বছরই স্কুলের পাঠ শেষ করতে যাচ্ছিল। সে লেখাপড়ায় খুব ভালো ছিল। ইলসেমেইক ডেলফট বিশ্ববিদ্যালয়ে পুরকৌশল নিয়ে পড়তে চেয়েছিল। এ নিয়ে সে খুবই উল্লসিতও ছিল।’
হত্যাকারীদের বিদ্রূপ করে হ্যান্স ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আশা করি, এই তরুণ প্রাণ ধ্বংস করে এখন তোমরা নিশ্চয়ই গর্বিত! তিনি প্রশ্ন করে বলেন, ‘তোমরা শুধু একবার আয়নায় নিজেদের দেখো।’
উল্রেখ্য, মালয়েশীয়ান বিমানটি গত বৃহস্পতিবার বিধ্বস্ত হয় ইউক্রেনের দোনেত্স্ক অঞ্চলে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতেই ভূপাতিত হয় বিমানটি। ২৯৮ জন আরোহী সকলের মৃত্যুঘটে। বিমানের লাশগুলোও তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বিদ্রোহীরা। তথ্যসূত্র: nydailynews.com
This post was last modified on জুলাই ২২, ২০১৪ 1:39 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…