দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র মাস কয়েক আগে ইলাইফ এস৫.৫ নামে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনের স্মার্টফোন নির্মাতা জিওনি। তবে এবার তারা তাদের নিজেদের রেকর্ড ভেঙ্গে আরও পাতলা স্মার্টফোন আনতে যাচ্ছে।
জানা গেছে, শিগগিরই নিজের এই রেকর্ড ভেঙে আরও হালকা-পাতলা স্মার্টফোন বাজারে আনছে জিওনি। নতুন স্মার্টফোনটির পুরত্ব হবে মাত্র ৫ মিলিমিটার। এর আগে জিওনি এর ইলাইফ এস৫.৫ স্মার্টফোনটির পুরুত্ব ছিলো ৫.৫ মিলিমিটার। এতদিন পর্যন্ত এটাই পৃথিবীর সবচেয়ে পাতলা ফোন ছিলো।
চীনের সার্টিফিকেশন এজেন্সি টিইএনএএ সম্প্রতি একটি সার্টিফিকেশন আবেদন প্রকাশ করেছে যাতে জিএন৯০০৫ কোড নামের একটি মডেলের কথা বলা হয়েছে। এই স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৫ মিলিমিটার আর ওজন ৯৪ দশমিক ছয় গ্রাম।
জিওনির এই নতুন স্মার্টফোনটিতে থাকবে ১.২ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, এক জিবি র্যাম পেছনে আট মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা। অবশ্য স্মার্টফোনটির দাম বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি জিওনি।
সূত্র– টাইমসঅবইন্ডিয়া