দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের ব্যবহার্য কম্পিউটার, ল্যাপটপ কাজের মাঝেই হঠাৎ করে বন্ধ হয়ে যায়, অনেক ক্ষেত্রে আপনি নির্দেশ না দিলেও কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে কি করবেন সেই বিষয়ে কিছু টিপস নিয়ে আজকের প্রতিবেদন।
কম্পিউটার নানান রকম চিপ এবং ক্ষুদ্র শক্তিশালী যন্ত্রাংশ দিয়ে পরিচালিত হয়। প্রত্যেকটি যন্ত্র পরিচালনা করার জন্য আলাদা ভাবে বিদ্যুৎ সঞ্চালন করে পাওয়ার সাপ্লাই। তবে এসব ক্ষুদ্র যন্ত্রে বিদ্যুৎ প্রবাহের কারণে এরা অনেক গরম হয়ে যায় এবং নির্দিষ্ট সীমার বেশি গরম হলেই কম্পিউটার নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
আমাদের কম্পিউটারে এবং ল্যাপটপে এই গরম বিড়ম্বনা এড়াতেই কিছু কুলিং ফ্যান ব্যবস্থা থাকে। তবে অনেক ক্ষেত্রে নানান কারণে কুলিং ফ্যান ঠিক ভাবে কাজ না করলে কম্পিউটার ল্যাপটপ গরম হয়ে নিজে থেকে বন্ধ হয়ে যায়। চলুন জেনে নেই কিভাবে আপনি কম্পিউটারের উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন-
ডেস্কটপ কম্পিউটার
সব ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে আপনি দেখবেন কেসিংয়ের পেছন দিকে বাতাস বের হওয়ার জায়গা থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সুই সাইডে আরো বাড়তি দুটি পাখা থাকে। এসব পাখার এক মাত্র কাজ হচ্ছে মেশিনকে শীতল রাখা। তবে কোন কারণে এসব পাখা পরিপূর্ণ কাজ অর্থাৎ গরম বাতাস বাইরে এবং ঠাণ্ডা বাতাস বেতরে পাস করতে না পারলেই ঘতে বিপত্তি। এগুলো যেন দেয়াল বা অন্য কোনো কারণে বন্ধ না হয়ে পড়ে সেটা দেখতে হবে। কম্পিউটার বন্ধ করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ফেলুন। কেসিং খুলে ভেতরে দেখুন কোনো কিছু বাতাস আটকে ফেলছে কিনা, কুলিং ফ্যানের পাখাগুলো তার বা অন্য কিছুর সঙ্গে আটকে আছে কিনা। সার্কিটে ধুলোবালি জমলে ব্রাশ বা ‘কম্প্রেসড ডাস্টার’ দিয়ে সাবধানে পরিষ্কার করে ফেলুন। এবার বিদ্যুৎ-সংযোগ দিয়ে পরীক্ষা করে দেখুন পাখাগুলো ঠিকমতো ঘুরছে কিনা, তারপর কেসিং লাগিয়ে ফেলুন। এবার দেখবেন আপনার কম্পিউটার আগের থেকে অনেক শীতল এবং হুট হাট বন্ধ হয়ে যাওয়ার সমস্যা আর হচ্ছেনা।
ল্যাপটপ কম্পিউটার
ল্যাপটপ হচ্ছে অনেক জটিল, কারন ছোট একটি যায়গায় অনেক সার্কিট, প্রসেসর, চিপ, ব্যাটারি, স্পিকার কি বোর্ড সব কিছুই থাকে। বুঝতেই পারছেন এর ভেতরে, কাজ গুলো কতটা জটিল। পেশাদারি দক্ষতা না থাকলে ল্যাপটপের কেসিং খোলা ঠিক নয়। বাইরে থেকে পরিস্কার করে দিন। এতে ল্যাপটপ গরম হয়ে যায়, ক্ষতির আশঙ্কা থাকে। ল্যাপটপ অতিরিক্ত গরম হলে ল্যাপটপ কুলার কিনতে পারেন। বাজারে ৬০০ থেকে দুই হাজার টাকার মধ্যে এসব কুলিং প্যাড পাওয়া যায়। এছাড়া ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যেন বালিশ কিংবা বিছানায় সরাসরি ল্যাপটপ রেখে কাজ না করেন, এতে ল্যাপটপ এর কুলিং ফ্যান বাতাস পাস করতে না পেরে ল্যাপটপ গরম হয়ে ব্লাস্ট করতেও পারে।