দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একাকিত্ব কেমন? এটা নিয়ে মানুষের অনুভূতি কি? সম্প্রতি হুইস্পার এমন একটি আয়োজন করেছে যেখানে নানান শ্রেণী পেশার মানুষ তাদের একাকিত্বের অনুভুতি ব্যাখ্যা করেছে। আমরা তুলে ধরছি এমন ১৯ জনের অনুভুতি।
হুইস্পার এমন একটি জনপ্রিয় অনলাইন মাধ্যম যাতে মানুষ তাদের গোপন কথাবার্তা শেয়ার করতে পারে। এখানে একাকিত্ব নিয়ে নিজ নিজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেও নিজেকে সুখি আবার কেও দুঃখী দাবি করেছেন। চলুন জেনে নিই মানুষ কি ভাবছে একাকিত্ব নিয়ে…
আপনি যদি একাকিত্ব বোধ করেন তবে আপনিও জানাতে পারেন আপনার অনুভূতি।
সূত্রঃ mashable