দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনে ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রথমে ক্ষয়ক্ষতির হিসাব বোঝা না গেলেও এখন দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। এ পর্যন্ত ৩৮২ জনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছে প্রায় ২ হাজার।
চীনে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ পর্যন্ত ৩৮২ জনের প্রাণহানী ঘটেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। আহত হয়েছেন প্রায় ২ হাজার। বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
গতকাল রবিবার চীনের স্থানীয় সময় বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের উনপিং শহর হতে ১১ কিলোমিটার দূরে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। তবে মাত্রার থেকে ভূমিকম্পের ধ্বংসলীলা খুব বেশি মনে হয়েছে বলে স্থানীয় রেডক্রস ও বিভিন্ন সংস্থা সূত্রে বলা হয়েছে। খবর চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার।
এদিকে ভূমিকম্পকবলিত এলাকায় উদ্ধার কাজের জন্য প্রায় আড়াই হাজার সেনা পাঠিয়েছে চীন সরকার। এছাড়াও সেখানে ৩০০ পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস কর্মী ও ৪০০ জরুরি উদ্ধারকর্মী উদ্ধারকাজ চালাচ্ছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ২ হাজার তাঁবু, ৩ হাজার করে বিছানা, কম্বল ও কোট পাঠানো হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের দ্রুত উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে উদ্ধারকর্মীদের নির্দেশ দিয়েছেন। অপরদিকে সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনা প্রধানমন্ত্রী লি কেছিয়াং ভূমিকম্পকবলিত এলাকা পরিদর্শনে গেছেন।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন সিসিটিভির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, গত ১৪ বছরের মধ্যে ওই পার্বত্য অঞ্চলে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এই ভুমিকম্পে ১২ হাজারের বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩০ হাজারের বেশি ঘর-বাড়ি।