দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১৪ এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে শীর্ষে রয়েছে রাজউক। অপরদিকে নরসিংদীর কাদির মোল্লা কলেজ দ্বিতীয় অবস্থানে রয়েছে।
(২০১৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সরাসরি ও এসএমএস এর মাধ্যমে দেখুন এখান থেকে)
এইচএসসিতে একাধারে গত কয়েক বছরের মতো এবারও সেরা রাজউক উত্তরা মডেল কলেজ প্রথম হয়েছে। শুধু ঢাকা বোর্ডে সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যেই প্রথম স্থান দথলকারী রাজউক সারাদেশের দিক দিয়েও সর্বোচ্চ স্থানটি।
রাজউক উত্তরা মডেল কলেজে ৯৮.০৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। রাজউক উত্তরা মডেল কলেজের ১ হাজার ২৬২ পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন ছাড়া সবাই উত্তীর্ণ হয়েছে। রাজউক উত্তরা মডেল কলেজ জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন।
অপরদিকে ঢাকা বোর্ডে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। তাদের পয়েন্ট ৯৫.৮৮ এবং অন্যদিকে তৃতীয় অবস্থানে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ তাদের পয়েন্ট ৯৪.৯৯।
সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে পর্যায়ক্রমে রয়েছে:
ন্যাশনাল আইডিয়াল কলেজ (পয়েন্ট ৯৪.৪২), ভিকারুননিসা নূন কলেজ (পয়েন্ট ৯৩.০৯), নটর ডেম কলেজ (পয়েন্ট ৯৩.০৪), শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (পয়েন্ট ৯৩.০৪), মাইলস্টোন কলেজ (পয়েন্ট ৯২.৬২), ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (পয়েন্ট ৯২.১২), কিংস কলেজ (পয়েন্ট ৯১.২৯), ক্যামব্রিয়ান কলেজ (পয়েন্ট ৯১.০৯), হলিক্রস কলেজ (পয়েন্ট ৯১.০৪), মির্জাপুর ক্যাডেট কলেজ (পয়েন্ট ৯১), ঢাকা সিটি কলেজ (পয়েন্ট ৯০.৮৫), মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (পয়েন্ট ৯০.৩৬), এসওএস হারমান মেইনার কলেজ (পয়েন্ট ৯০.৩৩), রেসিডেন্সিয়াল মডেল কলেজ (পয়েন্ট ৮৯.৬৮), ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (পয়েন্ট ৮৯.৮৩), ঢাকা কলেজ (পয়েন্ট ৮৮.৯৭), হামদর্দ পাবলিক কলেজ (পয়েন্ট ৮৮.৮৩) ও নরসিংদী মডেল কলেজ (পয়েন্ট ৮৭.৮০)।