দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও বিয়ে করেছেন এই সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী সারিকা। তবে এই নতুন বিয়েতে সারিকা খুব খুশি হয়েছেন।
সংবাদ মাধ্যমকে সারিকা ঠিক এভাবেই তার অনুভূতির কথা প্রকাশ করেন, ‘আমরা বিয়ে করেছি গতকাল ১২ আগস্ট রাতে। ওর নাম মাহিম করিম। পারিবারিক সিদ্ধান্তে আমার বিয়েটা হুট করেই হয়েছে। আমি এই বিয়েতে খুব খুশি। কারণ আমি একজন ভালো স্বামী এবং ভালো শ্বাশুড়ি পেয়েছি- এজন্য আমি খুব খুশি। আমি নিজেকে ভাগ্যবতি বলে মনে করছি।’
গতকাল ১৩ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর প্লাটিনাম সুইটস রেস্তোরাঁয় নিজের বিয়ের কথা জানাতে সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানান সারিকা দম্পতি। সঙ্গে ছিলেন তার নতুন বর মাহিম করিম। জানা যায়, আগের দিন উত্তরা ৪ নম্বর সেক্টরে মাহিমের বাসাতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
হঠাৎ করে বিয়ে কেনো করলেন জানতে চাইলে সোজা-সাপ্টা জবাব দেন সারিকা, ‘শুভ কাজ আগে না জানিয়ে করায় ভালো!’
আবার অভিনয়ে ফিরবেন কি-না এমন প্রশ্ন করা হলে সারিকা জবাব না দিয়ে তার নতুন বর মাহিম জবাবে বলেন, ‘ওর অভিনয়ে আমার কোনো আপত্তি নেই। বিনোদন অঙ্গন ভালো লাগে আমার। আমার বউ চাইলে নিয়মিত অভিনয় করতে পারবেন। ওর অভিনয় আমার মা’ও খুব পছন্দ করে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘এদিক দিয়ে সম্পূর্ণ স্বাধীন থাকবে সারিকা।’
চলতি মাসেই দেশের বাইরে হানিমুনে যাবেন নবদম্পতি। সারিকার পছন্দ মালদ্বীপ। অপরদিকে মাহিম যেতে চান মালয়েশিয়া অথবা শ্রীলংকায়। তবে দেশে ফিরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন এমনটি জানালেন সারিকা।