Categories: সাধারণ

নওগাঁয় উদ্ধার হওয়া অজগরটি নিয়ে বিপাকে প্রশাসন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি নওগাঁর শিয়াল খেকো সেই অজগরটি নিয়ে স্থানীয় প্রশাসন বেশ বিপাকে পড়েছে। আলতাদীঘির শালবনের সেই অজগরটি ধামইরহাট বনবিট কর্মকর্তা কার্যালয়ে খাঁচায় বন্দি রয়েছে। কিন্তু এটি কে নেবে কোথায় থাকবে তা নিয়ে এক সংশয় সৃষ্টি হয়েছে।


গত সপ্তাহে নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলকোঠা গ্রামে গভীর রাতে খাদ্যের সন্ধানে বসতবাড়িতে হানা দেয় এই বিশাল আকৃতির অজগরটি। কিন্তু বিধি বাম- ধরা পড়ে যায় এই অজগরটি। পরদিন ভোরে এই অজগরটি খাঁচায় বন্দি করে ধামইরহাট বনবিট কর্মকর্তা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার সাপটি আটক করার পরই বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়। তারা আবারও অজগরটি আলতাদীঘি শালবনে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়দের প্রবল চাপের মুখে তা করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, পরে অজগরটি রাজশাহী বিভাগীয় বন্য প্রাণী সংরক্ষণ কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথাও হয়। কিন্তু তারা আসছি-আসছি করে সাপটি নিতে আসছেন না। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ধামইরহাট বনবিট কর্মকর্তার কার্যালয়ে রাখা ওই অজগর সাপটি এভাবে খাচায় আটকা থাকলে সাপপটির ক্ষতিও হতে পারে।

Related Post

এদিকে রাজশাহী বিভাগীয় বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসিয়াল জটিলতার কারণে যেতে পারছেন না তিনি। সাপটিকে দেখাশুনা করার জন্য সেখানে লোক রাখা হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান। তিনি বলেন, নিয়মিত খাবারও দেওয়া হচ্ছে সাপটিকে। কিন্তু কবে নাগাদ ওই অজগরটি নেওয়া হবে বা কোথায় নেওয়া হবে কিংবা ছেড়ে দেওয়া হবে কি না- সে বিষয়ে কোনো কিছুই জানাতে পারেন নি তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার গভীররাতে খাবারের সন্ধানে মঙ্গলকোঠা গ্রামে আরাফাত নামক এক ব্যক্তির বাড়িতে গোয়ালে হানা দেয় ওই অজগরটি। ঘটনাটি টের পেয়ে বাড়ির লোকজন প্রতিবেশিদের সহায়তায় অজগর সাপটি আটক করে। প্রশাসনে খবর দেয়। আগেও এই অজগরটি একটি শিয়াল খেয়ে ফেলে। পরে স্থানীয় বন বিভাগ অজগরটি আলতাদীঘি শালবনে ছেড়ে দেয়।

This post was last modified on আগস্ট ১৬, ২০১৪ 12:40 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে