দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৃষ্টির ব্যতিক্রম ঘটনা মাঝে মধ্যেই চোখে পড়ে। এবার এমনই একটি ঘটনার খবর পাওয়া গেছে। এবার তুরস্কে পাওয়া গেছে দুই মাথাওয়ালা একটি ডলফিন!
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, তুরস্কের সমুদ্র উপকূলে সম্প্রতি দুই মাথাওয়ালা একটি ডলফিন পাওয়া গেছে। তবে ডিলফিনটি ছিল মৃত। ছুটি কাটাতে এসে আশ্চর্যজনক এ দেহাবশেষটি আবিষ্কার করেন টুরগুল মেটিন নামে এক ব্যক্তি। ২৯ বছর বয়সী মেটিন একজন স্পোর্টস শিক্ষক। তিনি ছুটিতে ভ্রমণে গিয়েছিলেন তুরস্কের ইজমির উপকূলে। সে সময় তিনি দুই মাথাওয়ালা ডলফিনটির মৃতদেহ দেখতে পান।
ঘটনাটি দেখে তার প্রতিক্রিয়ায় মেটিন বলেন, ‘আমি দুই মাথাওয়ালা ডলফিনটি দেখে প্রথমে আশ্চর্য হয়েছিলাম। কিন্তু পরক্ষণেই যখন দেখলাম এটি মৃত তখন খুবই দুঃখ পেয়েছিলাম।’ ডলফিনটি সাগর থেকে ভেসে এসে উপকূলে আটকা গিয়েছে। মি. মেটিন এটি দেখে স্থানীয় পুলিশকে খবর দেন।
মেটিন আরও বলেন, ‘আমি প্রথমে নিজের চোখকে যেনো বিশ্বাসই করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি ভুল দেখছি।’ তিনি বলিন, ‘এ ধরনের ডলফিনের কথা আমি আগে কখনও শুনিনি। এবার আমি নিজের চোখে দেখলাম।’
ডলফিনটি পুলিশ উদ্ধার করে স্থানীয় বিজ্ঞান পরীক্ষাগার নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞানীরা মনে করেন, এটি একটি অনন্য পশু। গবেষণা করলে এটি সম্পর্কে আরও জানা যাবে।
ধারণা করা হচ্ছে, ডলফিনটি আনুমানিক ১২ মাস বয়সী। এটি প্রায় এক মিটার লম্বা। এ ধরনের ডলফিন খুবই বিরল বলে জানিয়েছেন প্রাণী বিজ্ঞানীরা। তথ্যসূত্র: ডেইলিনিউজ