দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো’। এই কথাটি বাস্তবেও সত্য। কারণ পড়া-লেখা করার কোনো বয়স হয়না। যে কোনো বয়সেই পড়া-লেখা করা যায়। শুধু ইচ্ছা থাকা লাগে। এমনই ঘটনা এবারের এইচএসসি পরীক্ষায় ঘটেছে। ৫৬ বছর বয়সে এবার এইচএসসি পাশ করলেন আলমডাঙ্গার রইচ উদ্দীন।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের মৃত ইয়াজদ্দিন মণ্ডলের ছেলে রইচ উদ্দীন। বয়স ৫৬ হলেও তিনি এ বছরের এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তিনি ওই কুলপালা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানালেন, ১৯৭৪ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন রইচ উদ্দীন। কিন্তু নানা কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়েন তিনি । এলাকাবাসীর সহযোগিতায় গ্রামে প্রাথমিক বিদ্যালয় খুলে সেখানেই শিক্ষকতা শুরু করেন। বর্তমান সরকার এই প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ করার পর তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্ত নেন।
‘প্রায় ৪০ বছর পর তিনি নিয়মিত ছাত্রদের সঙ্গে অনিয়মিত হিসেবে এ বছর পরীক্ষা দেন। এই পরীক্ষায় জিপিএ ৪.৬০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন শিক্ষক রইচ উদ্দীন।’
পরীক্ষায় অংশগ্রহণের মধ্যদিয়ে রইচ উদ্দীন আবারও প্রমাণ করলেন শিক্ষা অর্জন করতে বয়স লাগে না। যে কেও যে কোনো সময় শিক্ষা গ্রহণ করতে পারেন। সেজন্য শুধু দরকার ইচ্ছা শক্তির। ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই করা সম্ভব।