ভর্তি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন: অন্তত ২ লাখ শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এইচএসসির ফলাফল বেরিয়েছে মাত্র ক’দিন। কিন্তু ভর্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কারণ এবার পাশ করেছে ৯ লাখ। অথচ সারাদেশে সব মিলিয়ে উচ্চ শিক্ষার জন্য আসন রয়েছে ৭ লাখের মতো। এমন পরিস্থিতিতে কারিগরি ও ভোকেশনাল বিভাগের দিকে মনোনিবেশের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে জানুন – “১৭টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি জেনে নিন”

২০১৪ সালের এইচএসসির ফলাফল প্রকাশের পর থেকেই দেশজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের চিন্তার অন্ত নেই। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির চেষ্টা সকলেই করবেন। কিন্তু এসব ভালো মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা একেবারেই কম। আবার গড়পরতা উচ্চ শিক্ষার যেসব বিশ্ববিদ্যালয় আমাদের দেশে রয়েছে সেগুলোতেই আসন সংখ্যা পাশের তুলনায় বা জিপিএ ৫ এর তুলনায় একেবারেই কম। তাহলে পাশ করা এসব শিক্ষার্থীদের কি হবে? সে চিন্তায় উদ্বিগ্ন সবাই।

Related Post

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পছন্দের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসন রয়েছে ২০ হাজার। অপরদিকে বুয়েটসহ ১২টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২২টি মেডিক্যাল কলেজ, ৫টি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ১১ হাজার। সব মিলিয়ে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে মাত্র ৩২ হাজার শিক্ষার্থী। অথচ জিপিএ ৫ পেয়েছে ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থী।

অন্যদিকে দেশে সব মিলিয়ে ৭৯টি বিশ্ববিদ্যালয়ে ১ লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। অপরদিকে সঠিক পরিসংখ্যান না থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ শিক্ষার সুযোগ পাবে আরও ৫ লাখ শিক্ষার্থী। অথচ এবার পাশ করেছে ৯ লাখ শিক্ষার্থী। তাই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে, অন্তত ২ লাখ শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত!

এমন এক পরিস্থিতিতে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো দরকার। তাছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানও বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠানো বাড়ানো ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান না বাড়ালে দেশের ভবিষ্যত নাগরিকরা মানসম্পন্ন উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন, কারিগরি বিভাগের প্রতি আগ্রহী করে তোলা দরকার। টেকুনিক্যাল ও ভোকেশনাল বিভাগে পড়া-লেখা করার জন্য উদ্বুদ্ধ করা একান্ত প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন।

This post was last modified on আগস্ট ১৮, ২০১৪ 2:10 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

সিরিয়ায় নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…

% দিন আগে

বিপদজনক কাণ্ড: পেট্রোল পাম্পে কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন তরুণরা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…

% দিন আগে

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…

% দিন আগে

বেশি উপকার হলেও শরীরে পেঁপে খাওয়ার বিরুপ প্রভাবও পড়তে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…

% দিন আগে

২০২৫ সালে পানির নিচে থাকা যে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…

% দিন আগে

বলিউডের কয়েকটি চলচ্চিত্র নতুন বছর আলোচনার বিষয় হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…

% দিন আগে