দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমানে যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বিদেশে যান, সেই বিমানে সাধারণত তিনি স্পেশাল কেবিন থেকে বাইরে বের হন না। কিন্তু এবার বিমানে অন্যরকম এক রাষ্ট্রপতিকে দেখেছেন যাত্রীরা। রাষ্ট্রপতি আবদুল হামিদ সাধারণ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একবার এমনটি করেছিলেন। এবার বিমানযাত্রীদের চমকে দিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। চোখের চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পথে বিমানযাত্রীদের চমকে দিয়ে বিমানের কেবিনে গিয়ে রাষ্ট্রপতি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ মাধ্যমকে জানান, ‘ভ্রমণকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ যাত্রীদের বিস্মিত করে বিমানের সবগুলো কেবিনে প্রবেশ করেন এবং তাদের সঙ্গে কথাবার্তাও বলেন। তিনি তাদের কুশলাদি জানতে চান। রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত এই ফ্লাইটটি রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭.৪৫ মিনিটে লন্ডন পৌঁছায়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সাধারণ যাত্রীদের সঙ্গে এভাবে কথা বলা ও কুশলাদি জানতে চাওয়ায় অনেক যাত্রীই বিস্মিত হন। একজন যাত্রী বলেই ফেলেন, ‘মনে হলো তিনি রাষ্ট্রপতি নন, একজন সাধারণ মানুষ। মনটা ভরে গেলো এমন একজন সহজ-সরল রাষ্ট্রপতিকে দেখে।’
উল্লেখ্য, চোখের চিকিৎসা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ২৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
This post was last modified on আগস্ট ১৯, ২০১৪ 3:33 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…